ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

হঠাৎ করে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার দিনক্ষণ জানিয়ে দিলেন রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১০ ১৫:৩৮:২০
হঠাৎ করে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার দিনক্ষণ জানিয়ে দিলেন রোনালদো

যেখানেই যান, সবসময় সাফল্য পেতে মুখিয়ে থাকেন রোনালদো। নিজের ক্যারিয়ারে তিনি জিতেছেন ইউসিএলের হ্যাটট্রিক শিরোপা। ব্যক্তিগত ঝুলিতে তো রয়েছে অসংখ্য পুরস্কারের ছড়াছড়ি।

সেই রোনালদোই রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে আর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। সাফল্যের খোঁজেই এবার জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। কিন্তু রেড ডেভিলের ডেরায় ফেরাটা হয়তো ভুল মনে হতে পারে রোনালদোর।

নিজের সাবেক ক্লাবে সফলতার আশা নিয়েই এসেছিলেন রন। কিন্তু এখনও পর্যন্ত ইউনাইটেডের যে অবস্থা তাতে আশ্বস্ত হতে পারছেন না তিনি। এরই মধ্যে ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, রোনালদো নাকি দল ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যদি ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারে তাহলেই এমনটা করতে পারেন তিনি।

চলতি মৌসুমে ইউনাইটেডের অবস্থা ভালো নেই। লিভারপুল, চেলসি ও ম্যানসিটির দাপটের মধ্যে ওয়েস্ট হ্যাম এবার হয়ে উঠেছে জায়ান্ট কিলার। ঘুরে দাঁড়িয়েছে আর্সেনালও। এমন অবস্থায় তাদের শীর্ষ চারে থাকাটা বেশ কঠিনই।

আর শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে না পারলে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি অংশ নেয়ারও সুযোগ পাবে না ইউনাইটেড। ঠিক তখনই দলছুট হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে রোনালদোর!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ