ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

এই ২ দেশ ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আয়োজক হতে পারে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১১ ১৬:৫৪:৪৬
এই ২ দেশ ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আয়োজক হতে পারে

অবশেষে আলোর মুখ দেখতে চলেছে তারা , ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ার সম্ভাবনা রয়েছে দেশ দুটির। এমনই আভাস দিচ্ছে ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজ। ২০২৪ সালে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। অষ্টম আসরের আয়োজক অস্ট্রেলিয়া হলেও পরের আসরটির আয়োজক এখনও চ’ড়ান্ত করেনি আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের আয়োজক হওয়ার ইঙ্গিত দিয়েছে ক্রিকবাজ। মূলত ক্রিকেটকে আরও বেশি ছড়িয়ে দিতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার কারণে লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছিল সংশ্লিষ্টরা।ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ক্রিকেট ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আইসিসির ইভেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।আর তাই ২০ দলের ৫৫ ম্যাচের ইভেন্ট তাদের আয়োজনের সুযোগ দিতে যাচ্ছে আইসিসি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আয়োজিত হবে ২০২৮ অলিম্পিকত। অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে আইসিসি। অলিম্পিকের আগে মার্কিন মুলুকে ক্রিকেটের প্রভাব বিস্তার করতে চায় তারা।ভ মূলত এ কারণেই যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দিচ্ছে আইসিসি।

আজ (১১ই নভেম্বর) আইসিসির হেড কোয়ার্টারে ২০২৪ টি- টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য আয়োজকদের নিয়ে আলোচনা করার কথা রয়েছে। আগামী ১৬ই নভেম্বরও বৈঠক বসবে আইসিসির। এই সভাগুলোতে পরবর্তী সাইকেলের ইভেন্ট নিয়ে আলোচনা করা হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ