ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

৬,৬,৬,৬,৬,৬, রিজওয়ান ও ফখর জামানের ঝড়ে পাকিস্তানের বড় সংগ্রহ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১১ ২১:৪৬:৪৪
৬,৬,৬,৬,৬,৬, রিজওয়ান ও ফখর জামানের ঝড়ে পাকিস্তানের বড় সংগ্রহ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার সিদ্ধান্ত ভুল প্রমাণেই যেন মাঠে নামেন বাবর ও রিজওয়ান। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ৭১ রান। বাবর ফেরেন ৩৯ রানে।

এরপর বাইশ গজে ঝড় তোলেন রিজওয়ান। ৪১ বলে টুর্নামেন্টের চলতি আসরে ব্যক্তিগত তৃতীয় অর্ধশতক পূরণের পর আরো আক্রমণাতম হয়ে ওঠেন তিনি। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়ে মিচেল স্টার্কের বলে সাজঘরে ফেরেন তিনি। এর আগে খেলেন ৫২ বলে ৬৭ রানের ইনিংস।

চারে নামা আসিফ আলী এদিন ব্যাট হাতে সাফল্যের মুখ দেখেননি। মুখোমুখি প্রথম বলে রানের খাতা খোলার আগেই আউট হন তিনি। শোয়েব মালিকও ফেরেন ১ রানে। শেষ দিকে ফখর জামানের অপরাজিত রানের ক্যামিও ইনিংসে পাকিস্তানের বড় সংগ্রহ নিশ্চিত হয়।

অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক দুটি এবং অ্যাডাম জাম্পা ও প্যাট কামিন্স একটি করে উইকেট শিকার করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ