ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কিংবদন্তি ক্রিকেটারদের কাতারে বসার যোগ্যতা রয়েছে বাবরের।

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১২ ১৬:৫৫:৩৫
কিংবদন্তি ক্রিকেটারদের কাতারে বসার যোগ্যতা রয়েছে বাবরের।

দুবাইভিত্তিক পত্রিকা খালিজ টাইমসে এক কলামে গাভাস্কার লিখেছেন, ‘পাকিস্তান দল সবসময়ই প্রতিভাবান ক্রিকেটারে পরিপূর্ণ। এতদিন তাদের ভেতর টেম্পারেমেন্টের অভাব ছিল। বাবর অধিনায়ক হওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করেছে পাকিস্তান।’

তিনি আরও লিখেছেন, ‘খুব ধীরস্থিরভাবে সে (বাবর) দলকে পরিচালনা করছে। সে এখনই পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক। যদি এভাবে সে খেলা চালিয়ে যেতে পারে, একসময় বিশ্বের গ্রেট ক্রিকেটারদের একজন হবে।’

অধিনায়ক হিসেবে বাবর ম্যাচের মোমেন্টাম বোঝার ক্ষমতা বাবরের রয়েছে বলে মনে করেন গাভাস্কার, ‘পরিস্থিতি বুঝে সে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে। ফিল্ডিং পজিশন কিংবা বোলিং আক্রমণ সে দ্রুত যেভাবে পরিবর্তন করে, তা রীতিমতো অবিশ্বাস্য। দলে যদি বোলারের ঘাটতিও থাকে, তাও সে বুঝতে দেয় না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ