ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রেকর্ড গড়েই সবার আগে কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত করল ব্রাজিল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১২ ২৩:০৮:২৮
রেকর্ড গড়েই সবার আগে কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত করল ব্রাজিল

যা লাতিন অঞ্চলের রেকর্ড। এছাড়াও ম্যাচটিতে জাল অক্ষত রেখে বাছাইয়ে ঘরের মাঠে টানা ১০ ম্যাচ গোল হজম না করার রেকর্ড করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে বিশ্বকাপের আগে বাছাইয়ে দারুণভাবে নিজেদের মেলে ধরছেন নেইমার-আলিসনরা। দলের পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োসের আশা, সময়ের সঙ্গে বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে সম্ভাব্য সেরা ফর্মে থাকবেন তারা।

মার্কিনিয়োস বলেন, ‘আমরা প্রস্তুত। আমাদের শুধু কাজ চালিয়ে যেতে হবে। আরও কিছু ম্যাচ বাকি রয়েছে এবং আমরা এই ম্যাচগুলোতেও আমরা বরাবরের মতো নিবেদন দিয়েই খেলব।‘

তিনি আরও যোগ করেন, ‘আমরা জানি (দল নিয়ে) ভাবার খুব বেশি সময় নেই, বিশ্বকাপ খুব দ্রুত চলে আসবে এবং আমরা উন্নতির ধারা বজায় রাখতে চাই, যেন সেখানে (বিশ্বকাপে) যখন যাব, তখন যেন নিজেদের সম্ভাব্য সেরা ফর্মে থাকি।‘এবারের বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচ খেলে ৯টিতে জাল অক্ষত রেখেছে ব্রাজিল। গোল করেছে ২৭টি, হজম করেছে মাত্র চারটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ