ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

হঠাৎ করেই কোহলিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন আফ্রিদি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৩ ১৭:৫৬:০১
হঠাৎ করেই কোহলিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন আফ্রিদি

কোহলি সরে দাঁড়ানোয় ভারতের টি-টোয়েন্টির নেতৃত্বভার পেতে পারেন রোহিত শর্মা। দেশটির ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা হিটম্যানের ওপরই ভরসা রাখতে চাইছেন, এমনটাই জানিয়েছে ভারতের বেশ কয়েকটি প্রথম সারির সংবাদমাধ্যম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের মাটিতে তিনটি কুড়ি ওভারের ম্যাচ এবং দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। রোহিতকে আপদকালীন অধিনায়ক করে ইতোমধ্যে টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআই।

আফ্রিদির মতে, শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেললে নিজের এবং দলের জন্য আরও ভালো কিছু করতে পারবে কোহলি। গণমাধ্যমকে সাবেক মারকুটে ব্যাটসম্যান বলেন, ‘আমার মনে হয়, কোহলিকে শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলা উচিত। তাহলে তার ওপর চাপ কমে যাবে। সে প্রচুর ক্রিকেট খেলছে।’

‘একটা দলকে নেতৃত্ব দেয়া সহজ কাজ নয়। বিশেষ করে পাকিস্তান এবং ভারতের মতো দলকে। নেতৃত্ব ছেড়ে দিলে কোহলি নিজের ব্যাটিং উপভোগ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত আপনি ভালো অধিনায়কত্ব করতে পারবেন ততক্ষণ সবকিছু ঠিকঠাক থাকবে,’ যোগ করেন আফ্রিদি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ