ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ভবিষ্যতবাণী: নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাবে অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৪ ১৭:১১:১১
ভবিষ্যতবাণী: নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাবে অস্ট্রেলিয়া

রিকি পন্টিংয়ের সর্বজয়ী অস্ট্রেলিয়া টেস্টের গদা জিতেছে, ওয়ানডের বিশ্বকাপ তো জিতেছে টানা দুইবার, দেশের কথা হিসেব করলে সংখ্যাটা গিয়ে ঠেকেছিল টানা তিনে। সেই দলটার শেষ বাধা ছিল এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু সেই অস্ট্রেলিয়াও এ শিরোপা জিততে পারেনি কখনো।

আর নিউজিল্যান্ডের জন্য এই বিশ্বকাপের মঞ্চটা নতুন। তবে ফাইনালের মঞ্চটা নয়। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত এ নিয়ে চতুর্থ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলছে দলটি। শিরোপা জিতেছে অবশ্য কেবল একটির, গেল জুনে ভারতকে ৮ উইকেটে হারিয়ে একটি আইসিসি শিরোপার আক্ষেপ ঘুচিয়েছিল ব্ল্যাকক্যাপরা।

কিন্তু সীমিত ওভারের টুর্নামেন্টে সে আক্ষেপ ঘোচানো এখনো বাকি। তবে ওয়ার্নের ভবিষ্যৎবাণী, নিউজিল্যান্ডের সে অপেক্ষাটা আরও বাড়াবে তার দল। সম্প্রতি এক টুইটে জানিয়েছেন এ কথা।

ওয়ার্নের ভবিষ্যৎবাণী, নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারাবে অজিরা। তার পূর্বানুমান অবশ্য এখানেই শেষ নয়। ম্যাচটা কীভাবে এগোবে, তার একটা ধারণাও দিয়েছেন তিনি। জানাচ্ছেন, অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ে নামবে। এরপর নিউজিল্যান্ডকে রুখে দেবে ১৫৫ রান, কিংবা তার কমে। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারবেন গ্লেন ফিলিপস। ড্যারিল মিচেল করবেন দলটির সর্বোচ্চ রান। অস্ট্রেলিয়ার সেরা বোলার হবেন প্যাট কামিন্স।

জবাবে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার হবেন মিচেল মার্শ। ম্যাক্সওয়েল হাঁকাবেন সবচেয়ে বেশি ছক্কা। নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং করবেন অ্যাডাম মিলনে। তবে অজিরা নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্য চার উইকেট হারিয়েই টপকে যাবে। এভাবেই অস্ট্রেলিয়ার হাতে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা, ইতিহাসে প্রথমবারের মতো। আর নিউজিল্যান্ড পুড়বে আক্ষেপে।

এর আগে অবশ্য গেল মাসে সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ভবিষ্যৎবাণী করেছিলেন, ভারত-পাকিস্তান, কিংবা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলবে বিশ্বকাপের ফাইনাল। তার একটাও মেলেনি। এবারের ভবিষ্যৎবাণী মেলে কি না, তা সময়ই বলে দেবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ