ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

টি-২০ বিশ্বকাপ ২০২১ : সর্বোচ্চ রান সংগ্রাহক যারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৫ ০০:১০:৪৭
টি-২০ বিশ্বকাপ ২০২১ : সর্বোচ্চ রান সংগ্রাহক যারা

সাত ইনিংসে ৪৮.১৬ গড়ে ওয়ার্নারের মোট রান ২৯৮। ৩০৩ রান করে শীর্ষে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম থেকে পাঁচ রান দূরে থামেন তিনি। ছয় ইনিংসে ৬০.৬০ গড়ে ৩০৩ রান তুলেন এই ওপেনার। তৃতীয় স্থানে থাকা বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের রান ২৮১। ছয় ইনিংসে এই উইকেটরক্ষক ব্যাটারের গড় ৭০.২৫।

এক নজরে দেখে নেয়া যাক ২০২১ টি-২০ বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক কারা:

১. বাবর আজম (পাকিস্তান) ছয় ইনিংস, ৩০৩ রান, ৬০.৬০ গড়

২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), সাত ইনিংস, ২৯৮ রান, ৪৮.১৬ গড়

৩. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) ছয় ইনিংস, ২৮১ রান, ৭০.২৫ গড়

৪. জস বাটলার (ইংল্যান্ড) ছয় ইনিংস, ২৬৯ রান, ৮৯.৬৬ গড়

৫. চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা) ছয় ইনিংস, ২৩১ রান, গড় ৪৬.২০

৬. ডেভিড ভিসা (নামিবিয়া), আট ইনিংস, ২২৭ রান, গড় ৪৫.৪০

৭. পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) আট ইনিংস, ২২১ রান, গড় ২৭.৬২

৮. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) সাত ইনিংস, ২১৬ রান, গড় ৪৩.২০

৯. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), সাত ইনিংস, ২০৮ রান, গড় ২৯.৭১

১০. ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড), সাত ইনিংস, ২০৮ রান, গড় ৩৪.৬৬

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ