ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

টি২০ বিশ্বকাপ: একনজরে দেখেনিন কে কি পুরস্কার পেল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৫ ১২:২২:১৮
টি২০ বিশ্বকাপ: একনজরে দেখেনিন কে কি পুরস্কার পেল

এদিন নিউজিল্যান্ডের করা ১৭২ রানের জবাবে খেলতে নেমে শুরুতে দলীয় মাত্র ১৫ রানেই ওপেনার অ্যারোন ফিঞ্চকে হারায় অস্ট্রেলিয়া। তার বিদায়ের পর অবশ্য ব্যাট হাতে মিচেল মার্শকে সাথে নিয়ে ৯২ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। ৩৮ বল মোকাবেলায় ৩টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে খেলেন ৫৩ রানের ইনিংস। তার স্ট্রাইকরেট ছিল ১৩৯.৪৭।

ওয়ার্নারের বিদায়ের পর অবশ্য দলকে জয়ের দিকে এগিয়ে নেয়া মিচেল মার্শ শেষ পর্যন্ত মাঠ ছাড়েন দলের জয় নিশ্চিত করেই। ৫০ বল মোকাবেলায় ৪টি ছক্কা এবং ৬টি চারের সাহায্যে মার্শ খেলেন অপরাজিত ৭৭ রানের ইনিংস। এছাড়া ২৮ রান আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলার পর ম্যাচসেরার পুরস্কার উঠেছে মিচেল মার্শের হাতে। গোটা টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলা মার্শের সর্বমোট রান ১৮৫। ৬১.৬৬ গড়ে রান করা মার্শের স্ট্রাইকরেট ১৪৬.৮২।

অন্যদিকে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার মার্শের হাতে উঠলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এবারের বিশ্বকাপে ওয়ার্নার খেলেছেন মোট ৭ ম্যাচ। যেখানে তার সর্বমোট রান ২৮৯। ৪৮.১৬ গড়ে রান করে যাওয়া ওয়ার্নার পুরো টুর্নামেন্টে ছক্কা হাঁকিয়েছেন ১০টি এবং চার হাঁকিয়েছেন ৩২টি। এই ব্যাটসম্যানের স্ট্রাইকরেট ১৪৬.৭০। তার সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ৮৯ রানের।

এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ডেভিড ওয়ার্নার অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, তবে পাননি সিরিজ সেরা পুরস্কার। ৬ ম্যাচে পাকিস্তানি এই ব্যাটসম্যান করেছেন ৩০৩ রান। এছাড়া ডেভিড ওয়ার্নারের পরের স্থান অর্থাৎ তিন নম্বরে রয়েছেন আরেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ