ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপে উপেক্ষিত একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৬ ২০:৪৮:১১
টি-টোয়েন্টি বিশ্বকাপে উপেক্ষিত একাদশ

এবারের বিশ্বকাপ দলে ছিলেন অথচ একটি ম্যাচও খেলতে পারেননি এমন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। উপেক্ষিত এসব খেলোয়াড়কে নিয়েই একটা একাদশ বানানো যায়। এদের মধ্যে অন্যতম পাকিস্তানের সরফরাজ আহমেদ, অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসন ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন।

বাংলাদেশেও এমন একজন ক্রিকেটার আছেন। তিনি পেসার রুবেল হোসেন। যদিও বিশ্বকাপের উপেক্ষিত একাদশে তার চেয়েও সেরা খেলোয়াড় আছেন। আছেন বিধ্বংসী ব্যাটার এবং দুর্দান্ত কয়েকজন বোলার। তাদেরকে নেতৃত্ব দিতে পারেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

বিশ্বকাপে একটি ম্যাচও খেলতে পারেননি আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), হায়দার আলি (পাকিস্তান), জস ইংলিস (অস্ট্রেলিয়া), হাসমদউল্লাহ শাহিদি (আফগানিস্তান), সরফরাজ আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), উইয়াম মুলডার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইলি (ইংল্যান্ড), ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), টিমাল মিলস (নিউজিল্যান্ড), কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), মিচেল সেপসন (অস্ট্রেলিয়া) ও রুবেল হোসেন (বাংলাদেশ)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উপেক্ষিত একাদশ: আন্দ্রে ফ্লেচার, হায়দার আলি, জস ইংলিস (উইকেটরক্ষক), হাসমতউল্লাহ শাহিদি, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উইয়ান মুলডার, ডেভিড উইলি, কেন রিচার্ডসন, কাইল জেমিসন, মিচেল সেপসন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ