ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত ভেন্যুর নাম প্রকাশ করলো আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৬ ২১:৩৭:৩৩
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত ভেন্যুর নাম প্রকাশ করলো আইসিসি

সাতটি শহরে অনুষ্ঠিত হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো। ফাইনাল ম্যাচের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। টুর্নামেন্টের বাকি ছয় ভেন্যু হল অ্যাডিলেড, ব্রিজবেন, জিলং, হোবার্ট, পার্থ এবং সিডনি।

শেষ চারের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ৯ ও ১০ নভেম্বর যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং অ্যাডিলেড ওভালে। আসছে জানুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। এরপরই ম্যাচের টিকিটি বিক্রি শুরু হবে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ভারত ও বাংলাদেশ। এই ১২ দল সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলেছে। প্রথম রাউন্ডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ড। এই চার দলের সঙ্গে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা আরও চার দল।

নিউজিল্যান্ডের সাথে যৌথভাবে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। ফের আইসিসির ইভেন্ট আয়োজন করতে পেরে দারুণ খুশি ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব ইভেন্ট ক্রিস টেটলি।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দেশে ফের আইসিসির ইভেন্ট দেখার অপেক্ষায় আছি আমরা। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাতটি ভেন্যুর নাম প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে ১২ দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। বাকি দলগুলো দেখার অপেক্ষায় আছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ