ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো আর্জেন্টিনার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৭ ১০:১৭:৪৫
কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো আর্জেন্টিনার

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ৯০ মিনিটের লড়াই শেষে পূর্ণ পয়েন্ট না পাওয়ায় বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষার প্রহর গুনছিল আলবিসেলেস্তেরা। এর কিছুক্ষণ পর শুরু হওয়া ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে গেছে চিলি। যেটা আনন্দের বার্তা নিয়ে এসেছে লিওনেল মেসির দলের জন্য।

ল্যাটিন আমেরিকা অঞ্চলে সবার আগে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ১৩ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে আছে তারা। ১১ জয়ের পাশাপাশি দুই ড্র নেইমার জুনিয়র, মারকুইনহোস, গ্যাব্রিয়েল জেসুস, ফ্রেড, থিয়াগো সিলবাদের সঙ্গী।

ব্রাজিলের সমান ১৩ ম্যাচে আর্জেন্টিনার সংগ্রহ ২৯ পয়েন্ট। টেবিলের দুই নম্বরে অবস্থান করছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। আট জয়ের বিপরীতে পাঁচ ড্রয়ের সাক্ষী হয়েছে তারা। ২৩ এবং ১৭ পয়েন্ট নিয়ে এরপরের স্থান দুটিতে আছে যথাক্রমে ইকুয়েডর ও কলম্বিয়া। টেবিলের শীর্ষ চার দল সরাসরি কাতার বিশ্বকাপে খেলার টিকিট পাবে। পাঁচ নম্বরে থাকা দলকে খেলতে হবে প্লে অফ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ