ব্রেকিং নিউজ: মুশফিককে বিসিবিতে ডেকে যা বলা হয়েছে প্রকাশ্যে চলে এলো সব কিছু

তবে খবরটি মোটামুটি ভুয়া। মুশফিককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়নি। মুশফিকের সঙ্গে আলোচনার জন্যই তাকে বিসিবিতে ডাকা হয়েছে। সেটা অবশ্যই, মিডিয়াতে দেয়া বক্তব্যের বিষয়েই।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ শেষেই বিসিবিতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান মুশফিকের সঙ্গে একান্তে কথা বলেন। সেই আলাপ-আলোচনাতেই মুশফিকের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে দাবি করছেন আকরাম খান।
আকরাম খান জানিয়েছেন, ‘মূলতঃ তিনটি বিষয়ে মুশফিকের সঙ্গে কথা হয়েছে। প্রথমটি হলো, মুশফিককে বলা হয়েছে এটা ছিল (টি-টোয়েন্টিতে বিশ্রাম দেয়া নাকি বাদ দেয়া) স্রেফ ভুল বোঝাবুঝি। দ্বিতীয় ব্যাপার হলো, নির্বাকরা কখনো কোনো প্রেস কনফারেন্স কিংবা মিডিয়া- কোথাও বলেনি যে, তুমি (মুশফিক) টি-টোয়েন্টি খেলতে চাওনি। সব কিছু বাদ দিয়ে মুশফিককে টেস্টে মনযোগী হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।’
মূলতঃ টি-টোয়েন্টি থেকে বাদ পড়ার পর মিডিয়ায় মুশফিক যে কথা বলেছেন, সে সব বিষয় নিয়েই মুশফিকের সঙ্গে কথা বলেছেন আকরাম। বিসিবি থেকে বুঝিয়ে দেয়া হয়েছে, আগামীতে মুশফিক মিডিয়ার সাথে যেন রয়ে-সয়ে বা সমজে কথা বলা বলেন। সে পরামর্শই জাতীয় দলের এই ব্যাপারকে দিয়েছেন আকরাম।
প্রসঙ্গতঃ বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ব্যাপক পরিবর্তন আনা হয়। সে হিসেবে মুশফিককেও দল থেকে বাদ দেয়া হয়। যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দাবি করেছেন, মুশফিককে বাদ নয়, বিশ্রাম দেয়া হয়েছে। কিন্তু কয়েকটি মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে মুশফিক দাবি করেন, তাকে বিশ্রাম নয়, বাদ দেয়া হয়েছে। আর বাদ পড়েছেন ধরে নিয়েই তিনি ফেরার জন্য অনুশীলন করছেন। এছাড়া মুশফিক দাবি করেন, নির্বাচকরা নাকি বলেছেন, তিনি নিজেই টি-টোয়েন্টি খেলতে চাননি।
দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যের কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, আকরাম খান মুশফিকের সঙ্গে আলোচনা করে, সেটাই দুর করার চেষ্টা করেছেন। সে সঙ্গে ভবিষ্যতে মিডিয়ায় কথা বলার ক্ষেত্রে একটা অঘোষিত সেন্সরশিপও হয়তো আরোপ করে দিয়েছেন!
পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার জন্য, আকরাম খানের সঙ্গে কথা বলেই মুশফিক চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। কারণ, টি-টোয়েন্টির বাইরে যারা টেস্ট দলে রয়েছে, চট্টগ্রামে তাদের অনুশীলন শুরু হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ইন্টার মিয়ামি বনাম অরল্যান্ডো সিটি: প্রথমার্ধে পিছিয়ে মেসিরা
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: মেসি ম্যাজিকে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভুটান: শেষ হলো বাঁচামরার ম্যাচ, জেনে নিন ফলাফল
- বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানালো বিএসইসি
- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: বাংলাদেশের একাদশ ৩ পরিবর্তন, সময়সূচি
- অনলাইনে ভোট হলেও সাকিব-মাশরাফী অংশগ্রহন করতে পারবেন না
- বিক্রেতা সংকটে হল্টেড ১৯ কোম্পানির শেয়ার
- কমলো আজকের সৌদি রিয়াল রেট(২৭ আগস্ট)
- দলিল লেখকের ফাঁদ এড়ান:২০২৫ সালে জমি ক্রয়ের খরচ ও রেজিস্ট্রেশন ফি কত, জানুন এখনই
- ২৪ ঘণ্টায় খতিয়ান সংশোধন: ভূমি মালিকদের জন্য বড় সরকারি সুখবর
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: মেসি ম্যাজিক, ৯০ মিনিটের খেলা শেষ
- থাকবে না নিবন্ধনে প্রিলি ৪০ মার্কে পাস পরীক্ষা, ২০০ নম্বর লিখিত পরীক্ষা হবে
- আজকের সকল দেশের টাকার রেট(২৮ আগস্ট ২০২৫)
- আজকের ফজর নামাজের সময়সূচি-২৮ আগস্ট ২০২৫
- বাংলাদেশ বনাম ভুটান: ম্যাচের ৬ মিনিটেই গোল, লাইভ দেখুন এখানে