ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

হাড্ডাহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২১ ২১:৫১:৪৭
হাড্ডাহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

হারারেতে রোমাঞ্চকর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ৪৯ রানের মধ্যেই পাকিস্তানের পাঁচটি উইকেটের পতন ঘটান বাংলাদেশের বোলাররা। যদিও বল হাতে শুরুর এই সাফল্য ধরে রাখতে পারেনি দল।

নিদা দারের ১১১ বলে ৮৭ ও আলিয়া রিয়াজের ৮২ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান দাঁড়ায় পাকিস্তানের সংগ্রহ। বাংলাদেশের পক্ষে ঋতু মণি ও নাহিদা আক্তার দুটি করে এবং সালমা খাতুন ও রুমানা আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১০ রানেই ওপেনার মুর্শিদা খাতুনকে হারিয়ে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৭০ রানের পার্টনারশিপ গড়েন শারমিন আক্তার ও ফারজানা হক। ৯৮ রানের মধ্যে শারমিন (৩১) ও ফারজানার (৪৫) সাথে অধিনায়ক নিগারের (৪) উইকেটও হারায় বাংলাদেশ।

এরপর হাল ধরেন রুমানা আহমেদ ও ঋতু মণি। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ৬১ রানের পার্টনারশিপ। ৩৭ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলে ঋতু বিদায় নেওয়ার পরপরই শূন্য রানে সাজঘরে ফেরেন লতা মণ্ডল ও ফাহিমা খাতুন। এতে বাংলাদেশ হারের শঙ্কায় পড়ে যায়।

তবে অভিজ্ঞ সালমার সাথে রুমানার ঠাণ্ডা মাথার ব্যাটিং বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেয় ৩ উইকেট ও ২ বল হাতে রেখে। শ্বাসরুদ্ধকর জয়ে বড় ভূমিকা রাখা রুমানা ৪৪ বলে ছয়টি চারের সহায়তায় ৫০ রান করে অপরাজিত থাকেন। ১৩ বলে ১৮ রানে অপরাজিত থাকেন সালমা।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

পাকিস্তান : ২০১/৭ (৫০ ওভার)নিদা ৮৭, আলিয়া ৬১*, মুনীবা ২২নাহিদা ২৫/২, ঋতু ৩৬/২

বাংলাদেশ : ২০২/৭ (৪৯.৪ ওভার)রুমানা ৫০*, ফারজানা ৪৫, ঋতু ৩৩, শারমিন ৩১, সালমা ১৮*নাশরা ২৪/২, ওমাইমা ৪৪/২

ফল : বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ