ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্রিকেট বিশ্বে চরম দু:সংবাদ : বলের আঘাতের পর হাসপাতালে জনপ্রিয় ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২১ ২২:৫২:২৭
ক্রিকেট বিশ্বে চরম দু:সংবাদ : বলের আঘাতের পর হাসপাতালে জনপ্রিয় ক্রিকেটার

ঘটনাটি ঘটেছে প্রথম দিনের ২৪তম ওভারে। সোলোজানি শর্ট লেগ লেগে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন। রোস্টন চেজের চতুর্থ বলে সজোরে পুল করেছিলেন দিমুথ করুনারত্নে। নিখুত সেই শট থেকে নিজেকে কোনওভাবে আত্মরক্ষা করার সুযোগ পাননি সোলোজানো।

বল হেলমেটে কপালের কাছে গিয়ে আঘাত করে। কিছুক্ষণ সোলোজানোকে মাটিতে শুয়ে থাকতে দেখা যায় তার পর। জ্ঞান ছিল, ততক্ষণে মেডিক্যাল স্টাফরা এসে তাকে তাৎক্ষণিক শুশ্রূষা করেন। এ সময় হালকা কথাও বলতে দেখা যায়।

তবে অবস্থা গুরুতর কিনা তখন সেটি দেখে বোঝা যায়নি। আঘাতের পর স্ট্রেচারে করে মাঠ থেকে নেওয়া হয় ক্যারিবীয় তরুণকে। বাউন্ডারি লাইনে তখন ক্যারিবীয় কোচ ফিল সিমন্সকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ