ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সাকিব-কোহলি-বাবরকে ছাড়িয়ে গেলেন রিজওয়ান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৩ ১৩:৩৮:৫৫
সাকিব-কোহলি-বাবরকে ছাড়িয়ে গেলেন রিজওয়ান

এর মাধ্যমে চলতি বছরে তৃতীয়বারের মতো সিরিজ সেরার খেতাব জিতলেন রিজওয়ান। যা এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ সিরিজ সেরা পুরস্কার জয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। ২০১৮ সালে ২ বার সিরিজ সেরা হয়েছিলেন সাকিব। সমান ২ বার করে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন বিরাট কোহলি ও বাবর আজমও।

বিশ্বকাপের মঞ্চে দারুণ ছন্দে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজেও সেই ফর্ম ধরে রেখেছিলেন তিনি। প্রথম টি-২০তে ব্যাট হাতে ১১ রান করেছিলেন রিজওয়ান। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও উইকেটের পিছনে দারুণ ছিলেন তিনি। দুইটি ক্যাচ নেয়ার পাশাপাশি করেছিলেন একটি স্ট্যাম্পিং।

দ্বিতীয় ম্যাচে উইকেটের পিছনে ছন্দে থাকার পাশাপাশি ব্যাটার হিসেবেও ভালো করেছিলেন তিনি। মাত্র ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রিজওয়ানের ৩৯ রানে ভর করে সহজ জয় পায় পাকিস্তান।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল পাকিস্তান। তাই একাদশে বড় পরিবর্তন আনে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। নতুন কম্বিনেশন আনার কারণে উইকেটের পিছনে দায়িত্ব থেকে অব্যাহতি পান মোহাম্মদ রিজওয়ান। তবে এদিন ব্যাট হাতে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। একই সঙ্গে জিতে নেন সিরিজ সেরার পুরষ্কার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ