বিশ্বকাপ বাছাইপর্ব: শেষ হলো বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

৩২৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ইউএস'এ ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই মহিকা কান্দানালা (১) রান আউট হয়ে ফেরেন দলীয় ১ রানের মাথায়। এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইউএসএ। দ্বিতীয় উইকেটে ১৪ রানের জুটি গড়েন গার্গি ভোগলে এবং সিন্ধু শ্রীহার্সা।
৯ম ওভারে বল হাতে আসেন সালমা খাতুন। আর বল হাতে এসেই তুলে নেন গার্গি ভোগলের উইকেট। ১৯ বলে ৬ রান করে ভোগলে যখন ফিরছেন তখন ইউএসএ'র স্কোরবোর্ডে রান মাত্র ১৫। দুই বল পরে লিসা রামজিত রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে ফিরলে ১৫ রানেই তৃতীয় উইকেট হারায় ইউএসএ। তার উইকেট তুলে নেন রুমানা আহমেদ।
চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন শ্রীহার্সা এবং শিবানি ভাস্কার। তবে দলীয় ২৪ রানের মাথায় রুমানা আহমেদের বলে উইকেটরক্ষক নিগার সুলতানার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শীহার্সা। আউট হওয়ার আগে তিনি করেন ১৫ রান। পরের ওভারে এসে ইসানি ভাঘেলাকে (১) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন সালমা খাতুন।
১৬তম ওভারে বল হাতে আবারও আসেন রুমানা। আর এসেই বাজিমাৎ। ইউএসএ'র স্কোরবোর্ডে তখন রান মাত্র ২৫। স্ট্রাইক প্রান্তে শিবানি। কিন্তু ১৭তম ওভারের চতুর্থ বলে রুমানার বলে এলবি হয়ে ফেরেন শিবানি। এতেই ২৫ রানে ৬ উইকেট হারায় ইউএসএ।
তবে ৭ম উইকেটে তারা নরিস এবং মকশা চৌধুরী ২৭ রানের জুটি গড়লে কেবল হারের ব্যবধানই কমে। ১৬ রান করা নরিসকে জাহানারা ফেরালে বাকিরা আর কোনো রানই যোগ করতে পারনেনি। নরিসের ফেরার পর ফাহিমা খাতুন মকশা এবং আকশাথা রাওকে তুলে নেন। এরপর উজমা ইফতিখার চোট পাওয়ায় আর ব্যাট করতে না নামলে ৫২ রানেই অলআউট হয় যুক্তরাষ্ট্র। আর এতেই বাংলাদেশ পায় ২৭০ রানের রেকর্ড গড়া জয়।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সালমা খাতুন, ফাহিমা খাতুন এবং রুমানা আহমেদ। আর একটি উইকেট নেন জাহানারা আলম।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের (ইউএসএ) বিপক্ষে শতক হাঁকান বাংলাদেশ নারী দলের ওপেনার শারমিন আক্তার। তার শতকে ভর করে ইউএসএকে ৩২৩ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগ্রেসরা। টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইউএসএ অধিনায়ক সিন্ধু শ্রীহার্সা। টাইগ্রেস ওপেনারের ওডিআই ক্যারিয়ারে এটিই প্রথম শতক।
বিশ্বকাপ বাছাইপর্বে ইতিহাসে নাম লেখালেন শারমিন আক্তার। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশকে প্রথম সেঞ্চুরি উপহার দিলেন এই ওপেনার। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই কীর্তি গড়েন শারমিন।
এর আগে বাংলাদেশের হয়ে ইনিংসের রেকর্ড যৌথভাবে ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে অপরাজিত ৭৫ করেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে একই ভেন্যুতে রুমানাও করেন ৭৫।
৬২ বলে ৬৭ রান করেন ফারাজানা হক। আর এর আগে মুরশিদা খাতুন ৪৭ রান আর নিগার করেন ৩৩ রান। শেষ পর্যন্ত ১৪১ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন শারমিন। তার এই ইনিংসের সঙ্গে শেষ দিকে এসে লতা মন্ডলনের ১০ বলে ১৭ রানের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ৩২২ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- চেলসি বনাম পিএসজি ফাইনাল: পরিসংখ্যান, লাইভ ম্যাচ ও ভবিষ্যদ্বাণী
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- ২০২৫ সালের এসএসসি ফলাফল: ৬ লাখ ৬৬০ জন ফেল করেছে