ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

৭ বাউন্ডারিতে ৬৫ রান, বল হাতে ৩ উইকেট নিল সৌম্য

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৩ ২০:৪৪:৩৯
৭ বাউন্ডারিতে ৬৫ রান, বল হাতে ৩ উইকেট নিল সৌম্য

লিগের শেষ রাউন্ডের ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছে খুলনা বিভাগ। ঢাকার বোলারদের বিপক্ষে খুলনার ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে ঢাকা বিভাগের করা ৩৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পিছিয়ে গেছে খুলনা। প্রথম ইনিংসে তারা অল-আউট হয়েছে ২১৩ রানে। দলের সবার ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার।

এই ওপেনার প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। খুলনা মাত্র ৩৬ রানে ২ উইকেট হারালে চার নম্বরে ব্যাট করতে আসেন সৌম্য। ইমরুল কায়েসের সাথে জুটি গড়ে দলকে সাময়িক বিপদ থেকে তুলে আনার চেষ্টা করেন। তবে দলীয় ১০০ রানে ইমরুল বিদায় নিলে আবার ধস নামে। একপ্রান্ত আগলে ৮ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে সৌম্য ৯৪ বলে ৭ বাউন্ডারিতে ৬৫ রান করেন। এর আগে প্রথম ইনিংসে ২১ ওভার বল করে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ