ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

২৬ বলের ব্যাটিং ঝড়ে ১৮০ রানের অবিশ্বাস্য ম্যাচে চেন্নাইকে উড়িয়ে দিল বাংলা টাইগার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৪ ১০:৫২:০৫
২৬ বলের ব্যাটিং ঝড়ে ১৮০ রানের অবিশ্বাস্য ম্যাচে চেন্নাইকে উড়িয়ে দিল বাংলা টাইগার্স

টুর্নামেন্টের ১২ তম ম্যাচটিতে আবু ধাবিতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। বোলিংয়ে নেমে শুরুটাও হয় দারুণ। দলীয় ১৭ রানে ভেতর চেন্নাই ব্রেভসের দুই ওপেনারকে বিদায় করে টাইগার্সরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে ৯০ রান তুলতে সক্ষম হয় চেন্নাই। দলটির হয়ে সর্বোচ্চ ১৮ বলে ২৬ রান করেন অ্যাঞ্জেলো পেরেরা।

বাংলা টাইগার্সের হয়ে হাওয়েল ২ ও ১ টি করে উইকেট নেন লুকে উড, জেমস ফকনার এবং ইসুরু উদানা।

জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন দুই ওপেনার জনসন চার্লস ও হযরতুল্লাহ জাজাই। প্রথম ৩ ওভারেই ৬৭ রান তোলেন তারা। এরপর ১২ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৩৬ রানে ফেরেন চার্লস। তবে ৯ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাজাই।

৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন জ্যাকস। ঝড়ো ব্যাটিংয়ে ৪.২ ওভার তথা ২৬ বলেই ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলা টাইগার্স।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

শেয়ারবাজারে আলোচিত ১১ খবর

শেয়ারবাজারে আলোচিত ১১ খবর

নিজস্ব প্রতিবেদক বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারকে ঘিরে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বাজারসংশ্লিষ্ট এসব খবর বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব... বিস্তারিত