ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

একাদশ সাজায় কোচ-অধিনায়ক, দোষ দেওয়া হয় নির্বাচকদের : নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০৯ ১৯:১৫:৫০
একাদশ সাজায় কোচ-অধিনায়ক, দোষ দেওয়া হয় নির্বাচকদের : নান্নু

সাম্প্রতিক সময়ে জাতীয় দল জয়ের দেখা পাচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ১০ ম্যাচ হেরেছে টাইগাররা। ফর্ম বাজে গেলে একাদশ বাছাই নিয়েও অনেক প্রশ্ন ওঠে। সেক্ষেত্রেও দোষারোপ করা হয় নির্বাচক প্যানেলকেই।

বর্তমান নির্বাচক প্যানেলে হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের সাথে রয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেই নান্নু বিডিক্রিকটাইমকে জানালেন, ম্যাচের একাদশ নির্বাচনে নির্বাচকদের কোনো হাত নেই। কোচ ও অধিনায়ক মিলেই নির্ধারণ করেন, কোন ১১ জন ম্যাচে খেলবেন।

নান্নু বলেন, ‘একাদশ নিয়ে সিলেকশন প্যানেল পরামর্শ দিতে পারে। মাঠে কারা কারা খেলবে তার চূড়ান্ত সিদ্ধান্ত কোচ ও অধিনায়ক নেয়। সকালে ওরা পিচ দেখতে পারে, আমরা নির্বাচকরা কিন্তু এখন ঐ জায়গায় যেতে পারি না। একাদশের সিদ্ধান্ত ওরাই নেয়। এটা নিয়েও নির্বাচকদের দোষ দেওয়া হয়।’

নান্নু মনে করেন, দল গঠনের কাজে সন্তুষ্টি অর্জন করা বেশ কঠিন। তবে দল গঠনের পরও নির্বাচকদের আওতার বাইরে যে অনেক কাজ থাকে, তা তুলে ধরলেন সাবেক এই অধিনায়ক।

নান্নু বলেন, ‘সিলেকশন এমন একটা জায়গা যেখানে সবাইকে খুশি করা কঠিন। অনেকগুলো খেলোয়াড় খেলে। এর মধ্যে কিছু খেলোয়াড়কে বেশি নিতে হয়। কিছু কিছু জায়গায় একাদশ নির্বাচন নিয়ে নির্বাচক প্যানেলকে দোষ দেয়। এখানে কিন্তু টিম ম্যানেজমেন্ট, অধিনায়কের ভূমিকা আছে। একটা দল হিসেবে সব সিদ্ধান্ত নেওয়া হয়।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ