ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ভক্তদের দারুন সুখবর দিলেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০৯ ২০:৫৬:৩৩
ভক্তদের দারুন সুখবর দিলেন মাশরাফি

আবারও মাঠে ফেরার পরিকল্পনা করছেন তিনি। সর্বশেষ গত বছর বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলেছেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে খেলে খুলনার হয়ে ট্রফিও জিতেছিলেন নড়াইল এক্সপ্রেস।

আসন্ন বিপিএলের অষ্টম আসরে খেলবেন মাশরাফি। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক এখনও প্রস্তুতি শুরু করেননি। অবশ্য মানসিকভাবে বিপিএল খেলার বিষয়টি চূড়ান্ত করেছেন। এ লক্ষ্যে দ্রুতই প্রস্তুতি শুরু করবেন বলে জানিয়েছেন। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার ট্রফি জিতেছেন তিনি।

এদিকে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে বিসিবিতে এসেছিলেন সাবেক এ অধিনায়ক। মূলত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকেই মিরপুরে এসেছিলেন মাশরাফি। খেলা দেখা এবং বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে তার। তবে পাপনের সঙ্গে আলাপ নিয়ে মুখ খুলেননি নড়াইল এক্সপ্রেস।

অবশ্য এটুকু ধারণা করাই যায়, দুর্বিপাকে থাকা বাংলাদেশ দলের পারফরম্যান্সই তাদের আলোচ্য হওয়ার কথা। কারণ টানা হারে বিপর্যস্ত দলটা ঘুরে দাঁড়াতে পারছে না। আন্তর্জাতিক ক্রিকেটে কাটছে দুর্বিসহ সময়। হয়তো সফল অধিনায়কের কাছে ঘুরে দাঁড়ানোর মিশনে মূল্যবান পরামর্শই চেয়েছেন বিসিবি সভাপতি। জানতে চাইলে মাশরাফি বলেছেন, ‘আমাকে ডেকেছিল, আমি গিয়েছি। এসব ওই রকম বড় কিছু না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ