ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই চমক দেখালো চট্টগ্রাম, দলে নিলেন টেইট, শোয়েব, হরভজনকে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১০ ১০:৩১:৪৭
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই চমক দেখালো চট্টগ্রাম, দলে নিলেন টেইট, শোয়েব, হরভজনকে

গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে বিপিএলে অংশ নেওয়া দলটি এবার পরামর্শক হিসেবে আনতে চায় পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে। এ নিয়ে শোয়েবের সাথে আলোচনা চলছে, মিলেছে ইতিবাচক সাড়াও।

শুধু শোয়েবই নন, বিশ্ব ক্রিকেটের আরেক কিংবদন্তিকে দেখা যেতে পারে চট্টগ্রামে। দলটির পেস বোলিং কোচ হওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শন টেইট। এর আগে খেলোয়াড়ের ভূমিকায় বিপিএল মাতিয়ে যাওয়া টেইটের সাথেও আলোচনা অনেকদূর এগিয়ে নিয়েছে আখতার গ্রুপ।

গত আসরের মত এবারও দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন পল নিক্সন। তবে শুধু কোচদের নিয়ে ভাবতেই যে ফ্র্যাঞ্চাইজিটি ব্যস্ত, এমন নয়। খেলোয়াড় তালিকা ভারি করতে প্লেয়ার্স ড্রাফটের জন্য বসে নেই তারা। বিপিএলের অষ্টম আসরে খেলার জন্য ভারতীয় কিংবদন্তি হরভজন সিংয়ের সাথে কথা বলে রেখেছে দলটি।

বিসিসিআইয়ের চুক্তিতে না থাকায় ভিনদেশের টুর্নামেন্টে খেলতে এখন কোনো বাধা নেই হরভজনের। তাকে তাই এবার দেখা যেতে পারে বিপিএলে, চট্টগ্রামের জার্সিতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ