ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

মেসি-রোনালদো নয় ব্যালন ডি অরে দাবীদার হতে চাই ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১০ ১৪:২১:৪৬
মেসি-রোনালদো নয় ব্যালন ডি অরে দাবীদার হতে চাই ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড

শুধু গোল বা অ্যাসিস্ট নয়, সামগ্রিকভাবে ম্যাচের ফলাফল নির্ধারণে বেশ বড় ভূমিকা রাখতে শুরু করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর এ কারণেই যেন রিয়াল মাদ্রিদের ভরসার এক নাম হয়ে উঠেছেন তিনি।

চলতি মৌসুমে যেভাবে পারফর্ম করছেন, সেটা মৌসুমের শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে ব্যালন ডি অরের প্রত্যাশা করতেই পারেন ভিনিসিয়ুস। এর পাশাপাশি তার দলও যদি সফলতা পায়, তখন নিশ্চিতভাবেই ব্যালন ডি অর জয়ের জন্য বড় দাবীদার হয়ে উঠবেন এই ফরোয়ার্ড।

ভিনিসিয়ুস জুনিয়র নিজেও কি ব্যালন ডি অর জেতার স্বপ্ন দেখছেন না? অবশ্যই দেখছেন। তবে সেটা এখন না হলেও খুব বেশি দূরে নয় বলেই মন্তব্য এই তরুণের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, আমি এটার জন্য কঠোর পরিশ্রম করছি। আমাকে অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে খেলতে হবে, সঠিক কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমাকে এজন্য সবসময় সেরাটা দিতে হবে। যদি আমি এভাবে খেলতে পারি, তাহলে আমি জিততে পারি। তবে আমি এখনই এসব নিয়ে ভাবছি না। আমার প্রধান কাজ হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে অনেক অনেক শিরোপা জেতা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ