ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

যে আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ১৫:৪৮:১৬
যে আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

আসন্ন সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে স্থানীয় নেতা-কর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন।

মাঠ পর্যায়ে তোড়জোড়, কী বলছে এনসিপি?

আসিফ মাহমুদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এখন মুরাদনগরের টক অব দ্য টাউন। এনসিপি-র মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানান, সাবেক এই উপদেষ্টার পাঠানো জাতীয় পরিচয়পত্রের (NID) কপি ব্যবহার করেই মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, "মুরাদনগরের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি ছিল আসিফ মাহমুদ যেন এখান থেকেই নির্বাচনে লড়েন। জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আমরা উপজেলা এনসিপির পক্ষ থেকে তাকে অনুরোধ জানিয়েছিলাম। তারই প্রেক্ষিতে মনোনয়ন ফরম তোলা হয়েছে। আমরা বর্তমানে অভ্যন্তরীণ কৌশল নির্ধারণ এবং জোটগত রাজনীতির সমীকরণগুলো পর্যবেক্ষণ করছি।"

প্রশাসনের বক্তব্য: ফরম উত্তোলনে উপচে পড়া ভিড়

কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান জানান, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে এ পর্যন্ত মোট ৯০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। আসিফ মাহমুদের পক্ষে তার প্রতিনিধিরা ফরম সংগ্রহ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, এটি একটি উন্মুক্ত প্রক্রিয়া হওয়ায় যে কেউ ফরম নিতে পারেন এবং সাবেক উপদেষ্টা সশরীরে উপস্থিত না থাকায় বিষয়টি সাধারণ প্রক্রিয়ার মতোই সম্পন্ন হয়েছে।

এদিকে, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহমান জানান, তার দপ্তর থেকে নয়, বরং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই সরাসরি এই ফরমটি সংগ্রহ করা হয়েছে।

আসিফ মাহমুদের অবস্থান ও আগামীর ভাবনা

মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে তার অনুসারীদের দাবি, মুরাদনগরকে আধুনিক ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতেই তিনি এই আসনটি বেছে নিয়েছেন। কেন্দ্র থেকে চূড়ান্ত সংকেত এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

আল-মামুন/

ট্যাগ: আসিফ মাহমুদ জাতীয় নির্বাচন ২০২৫ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুরাদনগর কুমিল্লা-৩ NCP মনোনয়নপত্র সংগ্রহ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগর নির্বাচন সংবাদ কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন মুরাদনগর খবর আজকের কুমিল্লা নির্বাচনের খবর আসিফ মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ মুরাদনগর থেকে আসিফ মাহমুদের নির্বাচন কুমিল্লা-৩ মনোনয়নপত্র গ্রহণ মুরাদনগরের প্রার্থী তালিকা এনসিপি মুরাদনগর এনসিপি আসিফ মাহমুদ কুমিল্লা জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা Asif Mahmud Asif Mahmud Sajeeb Bhuiyan Asif Mahmud Muradnagar Former Advisor Asif Mahmud Asif Mahmud nomination Cumilla-3 Constituency Muradnagar Election News Cumilla 3 seat updates Muradnagar parliamentary seat Asif Mahmud collects nomination paper Muradnagar nomination collection Bangladesh Election 2025 news Cumilla-3 candidate list Asif Mahmud NCP news NCP Muradnagar

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ