ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বিপিএলে মাতাতে আসছেন তারকা ক্রিকেটার শোয়েব আখতার-শন টেইট-হরভজন সিং

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১০ ১৫:০৮:৪৩
বিপিএলে মাতাতে আসছেন তারকা ক্রিকেটার শোয়েব আখতার-শন টেইট-হরভজন সিং

বরিশাল ইতোমধ্যেই তারকা সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে। এদিকে এবারের বিপিএল রাঙাতে আসতে পারেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার, ভারতের সাবেক স্পিনার হরভজন সিং ও পাকিস্তানের সাবেক গতিতারকা শন টেইট।

শোয়েব আখতারকে চট্টগ্রামের মেন্টর হিসেবে নেওয়ার কথা চলছে। পেস বোলিং কোচ হতে যাচ্ছেন শন টেইট। হেড কোচ হিসেবে পল নিক্সনের নামও চূড়ান্ত। চট্টগ্রামে দলে দেখা যেতে পারে হরভজন সিংকেও।

আগামী বছরের ২৮ জানুয়ারি মাঠে গড়াবে এই প্রতিযোগিতা, শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। দিন-তারিখ নিয়ে আভাস পাওয়া গেলেও এখনো দল নির্ধারণ করা যায়নি। তবে এরই মধ্যে জানা গেছে, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও কুমিল্লাসহ ৮ টি ফ্রাঞ্চাইজি দল নিতে আগ্রহ প্রকাশ করেছে।

বিপিএলের সবশেষ আসর বসেছিল ২০১৯-২০ মৌসুমে। মাঝে এক মৌসুম মাঠে গড়ায়নি টুর্নামেন্ট। তার কারণ করোনার থাবা। যদিও মহামারি এই ভাইরাসটির প্রকোপ কিছুটা কমলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করা হয়। এবার বিপিএল আয়োজনের সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ