ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা নেই রিয়াদের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১০ ১৭:০০:০২
অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা নেই রিয়াদের

শুক্রবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে আগামী বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান। বিশ্বকাপের আগে প্রত্যেক ক্রিকেটারকে নিজেদের সামর্থ্য ও পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানান তিনি।

বিশ্বকাপ প্রস্তুতি ও কন্ডিশন নিয়ে প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘বিশ্বকাপে পরিকল্পনা তো অবশ্যই ভালো খেলা। আপনি কীভাবে খেলতে চাইছেন এটার ওপর নির্ভর করে। আমি মনে করি খেলার জন্য অস্ট্রেলিয়ায় বেশ ভালো কন্ডিশন হবে। ট্রু বাউন্স থাকে, ট্রু পেস থাকে। প্রস্তুতি আমাদের ওপর নির্ভর করছে, আমাদের মনোভাব কেমন হবে তার ওপর।’

আর তাই অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতির সাথে এবারের বিশ্বকাপের প্রস্তুতিতে তেমন কোনো তফাৎ দেখছেন না রিয়াদ। তিনি বলেন, ‘এটাও নির্ভর করে। তখন কী কী খেলা থাকে তার ওপর। ভালো ফলাফল করলে আত্মবিশ্বাস ভালো থাকবে।’

তবে রিয়াদ উদ্বিগ্ন দলের ব্যাটিং ইউনিট নিয়ে। বোলাররা ফর্মে থাকলেও ব্যাটারদের অফ ফর্ম ভোগাচ্ছে বাংলাদেশকে। রিয়াদ বলেন, ‘আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করছে। ছোটখাটো কিছু টিউনিং ম্যাচ বাই ম্যাচ ঠিক করতে থাকলে আমরা ভালো কিছু অর্জন করতে পারব।’

আগামী বিশ্বকাপের আগে বোর্ডের কাছে কোনো চাহিদা বা পরামর্শ আছে কি না, এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘এটা তো আমার অংশ না আসলে। যারা ডেভেলপমেন্ট, সিলেকশন প্যানেলে আছে বা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবেন। খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি- পরেরবার কীভাবে ভালো করতে পারি এ জিনিস যেন খেয়ালে থাকে এবং ভালো পারফর্ম করতে পারি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ