ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ব্রেকিং নিউজ: বাংলাদেশ দলকে তিন মাস সময় দিলেন বিসিবি বস পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১১ ২০:০৩:৩৯
ব্রেকিং নিউজ: বাংলাদেশ দলকে তিন মাস সময় দিলেন বিসিবি বস পাপন

সাইফ হাসানকে টি-টোয়েন্টিতে অভিষেক, মাহমুদল হাসান জয়কে দিয়ে টেস্টে ওপেন করানো, ইয়াসির আলী রাব্বিকে অভিষেকের পরের ম্যাচেই বাদ দেওয়া-বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সবই পরীক্ষা-নিরীক্ষার অংশ। টিম ম্যানেজমেন্ট তার কাছে ৩ মাস সময় চেয়েছে।

পাপনের মতে, এখন নতুন কিছুর চেষ্টায় ভুল হওয়াই স্বাভাবিক। আর তা করার জন্য টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে তিন মাস সময় চাওয়া হয়েছে। সেই মোতাবেক আগামী তিন মাস দলকে বিরক্ত না করার কথাই জানিয়েছেন পাপন।

বিসবি সভাপতি বলেন, করোনার আগমুহূর্তে বলেছিলাম, আগামী একটা বছর খুব খারাপ যাবে। কারণ আগে আমরা দেশে খেলতাম, এখন বাইরে যাবো। এখন সব কঠিন প্রতিপক্ষ। অভিজ্ঞ হওয়ার জন্য তো একটা সময় দেবেন।

তিনি আরও বলেন, আমি জানি না নিউজিল্যান্ডে কাকে নামাবে, আরও অনেক পরিবর্তন আনতে পারে। ওরা তিন মাস সময় চেয়েছে, এই সময়ে ওদের বিরক্ত করতে চাই না। ওরা যদি পরীক্ষানিরীক্ষা করতে চায়... এতদিন তো সময় দেইনি। একটু সময় পাবে না?’ আমাদের তো ভবিষ্যতের জন্য লং টার্ম পরিকল্পনা করতে হবে। এ জন্য যে পরীক্ষা-নিরীক্ষা তারা করছে।

পাপন বলেন, এই বিশ্বকাপে সৌম্য, লিটন, নাঈম পারফর্ম করেনি, এ নিয়ে এত হুলুস্থুল। কিন্তু ওরা তো এতদিন পারফর্ম করেছে। এমন মনে হচ্ছে ওরা খেলাই জানে না। মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়ও পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজ আমাদের সেরা বোলার, পারফর্ম করতে পারেনি। তাই বলে কি ওরা খারাপ? ওরাই আগে ভালো করেছে আর সামনেও ওরাই করবে। ওরা না করলে নতুনরা করবে। এ নিয়ে এত তাড়াতাড়ি ক্ষুব্ধ হওয়ার কোনো ব্যাপার নেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ