ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ভারতীয় ড্রেসিংরুমে ভাঙনের শুরু

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১২ ১২:৩৪:১৫
ভারতীয় ড্রেসিংরুমে ভাঙনের শুরু

তবে হঠাৎ ভারতীয় বোর্ডের অধিনায়ক বদলের সিদ্ধান্তে একটি শঙ্কা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে, দলে আবার ভাঙন তৈরি হবে না তো? এমন শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগও।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে হগ বলেন, 'আমার মনে হয় এটা একদিক দিয়ে আশীর্বাদ। তবে আমি শুধু আশা করব, যখন তারা পরবর্তী সফরে যাবে, এই পরিবর্তন যেন ড্রেসিংরুমে এই দুই খেলোয়াড়কে নিয়ে বিভাজন তৈরি না করে দেয়।'

হগ মনে করেন, কোহলি আর রোহিত-দুজনেরই এখন উচিত সব কিছু ভুলে নিজেদের দায়িত্বে মনোনিবেশ করা। সেটা করতে পারলেই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন তারা।

অসি সাবেক চায়নাম্যান স্পিনারের ভাষায়, 'তাদের দুজনেরই এটা মেনে নিতে হবে। সেটা ড্রেসিংরুমেও যাতে বোঝা যায়। তা হলেই কেবল ভারতের ক্রিকেট সামনে এগিয়ে যাবে ।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ