ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

কুমিল্লার হয়ে বিপিএল খেলতে মাঠে নামবে মঈন আলী

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১২ ১৫:৩৪:৩২
কুমিল্লার হয়ে বিপিএল খেলতে মাঠে নামবে মঈন আলী

করোনা 'নেগেটিভ' মঈন আলী

এর আগে একটি আসরে অংশ নেওয়া মঈন এবারের আসরে খেলবেন কুমিল্লার হয়ে। ফাইল ছবি

দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা আবারও ফিরছে বিপিএলে। প্রত্যাবর্তনে বেশ কয়েকটি চমক রাখছে দলটি। এরই একটি চমক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। এর আগে ২০১৩ সালে দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএল খেলেছিলেন মঈন। ইংল্যান্ডের হয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জেতা মঈন টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সীমিত ওভারের ক্রিকেটে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার চাহিদা আকাশচুম্বী। সেই চাহিদার কথা মাথায় রেখে ড্রাফটের আগেই মঈনকে দলে নিয়েছে কুমিল্লা।

মঈনের সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আরও খেলবেন ফাফ ডু প্লেসি ও সুনীল নারাইন। কথাবার্তা চলছে আন্দ্রে রাসেলকে নিয়েও। যদিও এবার একাদশে খেলার সুযোগ পেতে পারেন তিনজন করে বিদেশি ক্রিকেটার। সেক্ষেত্রে এক দলে চার হেভিওয়েট তারকাকে দেখার সম্ভাবনা ক্ষীণ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল বলেন, ‘বিদেশি খেলোয়াড়দের সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সম্পর্কে আমরা কখনও কম্প্রোমাইজ করিনি। আমাদের দলে এবার বড় বড় নাম থাকছে। সুনীল নারাইন, ফাফ ডু প্লেসি ও মঈন আলী এখন পর্যন্ত নিশ্চিত।’

দেশি ক্রিকেটারদের মধ্যে কুমিল্লা বাগিয়ে নিয়েছে দেশসেরা ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে, যিনি দীর্ঘ সময় ধরে সঙ্গে থাকা চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন। এছাড়া দলটির কোচের ভূমিকায় থাকবেন দুইবার শিরোপা জেতানো দেশের অন্যতম সেরা ও প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাউদ্দিন

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ