ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

জয়-শামীমের ব্যর্থতার কারণ স্পষ্ট করলেন বিশ্বকাপজয়ী কোচ নাভিদ নেওয়াজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১২ ১৭:৫৬:৪৫
জয়-শামীমের ব্যর্থতার কারণ স্পষ্ট করলেন বিশ্বকাপজয়ী কোচ নাভিদ নেওয়াজ

জয়-শামীমরা নজরকাড়া পারফরম্যান্স করেও কেন জাতীয় দলে আলো ছড়াতে পারছেন না, তার কারণ ব্যাখ্যা করেছেন নাভিদ নেওয়াজ।

শ্রীলঙ্কান কোচ নাভিদের অধীনেই বাংলাদেশ ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়লাভ করে। বিশ্বকাপ জেতা সেই স্কোয়াড থেকে এখন পর্যন্ত ৩ ক্রিকেটার জায়গা পেয়েছেন জাতীয় দলে। তাদের মধ্যে শরিফুল ভালো করলেও অনেক সুযোগ পেয়ে শামীম এখনও প্রত্যাশা মেটাতে পারেননি।

জাতীয় দলের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অর্থাৎ ঢাকা টেস্টে অভিষেক হয় জয়ের, তবে দুই ইনিংসেই তিনি উপহার দেন হতাশা। নাভিদ মনে করেন, ঘরোয়া ক্রিকেট শক্তিশালী নয় বলেই জয়-শামীমরা জাতীয় দলে এসে ব্যর্থ হচ্ছেন।

তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বা ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দলে যায়। আমরা সবাই জানি, এই দুই জায়গায় অনেক বড় পার্থক্য আছে। যখন ঘরোয়া ক্রিকেট শক্তপোক্ত হবে না তখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে ব্যর্থ হবেই।’

নাভিদ অবশ্য জয়-শামীমদের আরও বেশি সুযোগ দেওয়ার পক্ষে। এজন্য নির্বাচকদের ধৈর্য ধরারও আহ্বান জানালেন তিনি। নাভিদের ভাষায়, ‘তাদের কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার সামর্থ্য আছে।

নির্বাচকদের ধৈর্য ধরতে হবে এবং এদের খেলতে দিতে হবে। তাহলে আমি মনে করি ৬ মাস বা ১ বছরের মধ্যে ওরা পুরোপুরি তৈরি হয়ে যাবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ