ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

মেহেদী-নাসুমের স্পিন বিষে নীল প্রতিপক্ষ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১২ ১৮:০৩:১০
মেহেদী-নাসুমের স্পিন বিষে নীল প্রতিপক্ষ

এতে প্রায় পুরো দিন ব্যাট করেও ইস্লামি ব্যাংক ইস্ট জোন জড়ো করেছে ২৬০ রান। দলের পক্ষে পঞ্চাশ ছাড়ানো ইনিংস মাত্র একটি। ইমরুল কায়েসের সাথে ওপেনিংয়ে নেমে ১২০ বলের মোকাবেলায় ৬১ রান করেন মোহাম্মদ আশরাফুল।

এছাড়া অন্যান্যদের মধ্যে ইমরুল ৪৬, রেজাউর রহমান রাজা ৩০ ও শাহাদাত হোসেন দিপু ৩০ রান করেন। মেহেদী বলে হাত ঘুরিয়েছেন ৩৭.২ ওভার, তাতে মেডেন ৭টি। ১টি মেডেন করা নাসুম ২৫ ওভার বল করেছেন।

বিসিএলের প্রথম অর্ধশতক হাঁকালেন আশরাফুলঅর্ধশতকের দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ ওভার খেলেছে সাউথ জোন। তাতে কোনো উইকেট না হারিয়ে দলটির সংগ্রহ ৩ রান।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)

টস : বিসিবি সাউথ জোন

ইসলামি ব্যাংক ইস্ট জোন : ২৬০/১০ (৮৬.২ ওভার)

আশরাফুল ৬১, ইমরুল ৪৬, দিপু ৩০

মেহেদী ৮১/৫, নাসুম ৯৬/৫

বিসিবি সাউথ জোন : ৩/০ (২ ওভার)

বিজয় ০, পিনাক ০

বিসিবি সাউথ জোন ২৫৭ রানে পিছিয়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ