ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

দ্বিতীয় সর্বোচ্চ রান করেও দল থেকে বাদ পড়ার কারণ খুঁজে পাচ্ছেন না শামসুর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১২ ১৮:৫৪:১০
দ্বিতীয় সর্বোচ্চ রান করেও দল থেকে বাদ পড়ার কারণ খুঁজে পাচ্ছেন না শামসুর

বিসিএল শুরু হচ্ছে ১২ ডিসেম্বর থেকে। এতে কোনো দলে ঠাই হয়নি শামসুরের। কেন নির্বাচকদের এমন সিদ্ধান্ত, তা জানেন না খোদ শামসুরও। বিস্ময় ও হতাশা প্রকাশ করে তিনি জানালেন, বাদ পড়লেও নিজেকে প্রস্তুত রাখতে প্রতিনিয়ত অনুশীলন করে যাচ্ছেন।

শামসুর বলেন, ‘গত বিসিএলে আমি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলাম। দুটো সেঞ্চুরি, দুটো ফিফটি ছিল। আসলে কেন আমাকে নেওয়া হল না আমি বলতে পারব না। যেহেতু বিসিএল খেলছি না, তাই বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছি। বিপিএল আছে, প্রিমিয়ার লিগ আছে… সোজা কথা নিজের খেলাটা ভালো করার জন্য যা যা করা প্রয়োজন করছি।’

ভালো করা সত্ত্বেও দেশের শীর্ষস্থানীয় প্রথম শ্রেণির টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা নিশ্চয়ই শামসুরকে কঠিন সময়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তবে এই সময় থেকে শামসুর ঘুরে দাঁড়াতে চান, যখন দৃষ্টিসীমা জাতীয় দল, ‘আপনি যদি কখনও কোনো জায়গা থেকে বাদ না পড়েন তাহলে আসলে আপনি বুঝতে পারবেন না কোন জায়গাটাতে আছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে পথ চলা খুব সহজ হবে।’

ঘরোয়া ক্রিকেটে ভালো করে সম্প্রতি টেস্ট দলে সুযোগ পেয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। তাকে দেখে আশায় বুক বাঁধছেন শামসুররাও। জাতীয় দলে ফেরার আশা তাই জলাঞ্জলি দেননি ৬টি টেস্ট, ১০টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘জাতীয় দলে খেলার লক্ষ্য তো অবশ্যই থাকে। ভালো করলে হয়ত সামনে কোনো সিরিজে সুযোগ আসবে। আমাদের জন্য বিসিবি লম্বা সময় ব্যয় করেছে। প্রতিদানও দেয়ারও তো কিছু থাকে। ফজলে রাব্বিকে দলে নেওয়া খুব ভালো একটা সিদ্ধান্ত। এমন হলে খেলোয়াড়রা আরও ভালো খেলবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ