ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সাকিবের দল বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসছেন আফগান তারকা স্পিনার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৩ ১৩:০৯:৫১
সাকিবের দল বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসছেন আফগান তারকা স্পিনার

বিপিএলে বরিশাল নিজেদের দল ফিরান সাকিব ও এখন মুজিবকে। আর কুমিল্লা ভিক্টোরিয়া ঘোষনা দেয় আইপিএলে কলকাতার হয়ে খেলা সুনীল নারায়ণ, আইপিএল ২০২১ চ্যাম্পিয়নস চেন্নাইয়ের হয়ে খেলা ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি ও দক্ষিণ আফ্রিকার ফ্রফ ডু প্লেসিকে খেলানোর। এর আগে দুই চ্যাম্পিয়নস অধিনায়ক তামিম ইকবালকে নেয়।

বিপিএল ২০২২ এর ড্রাফট হওয়ার আগে অনেক তারকাদেরকে দলে ফিরাছে নিবার্চকরা। করোনা মহামারীর কথা বিবেচনা করে জৈব সুরক্ষা বলয় তৈরি করে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ। বরাবরের মত এই আসরেও থাকবে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দলে খেলায় সময় ৩টি করে বিদেশি খেলোয়াড় মাঠে নামাতে পারবে।

নিলাম থেকে প্রতি দল ৫ জন বিদেশী ত্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। নিলামের বাইরে থেকে চুক্তি করে নেয়ার সুযোগ থাকছে তিন জন করে। জানা গেছে সেই নিয়মেই মুজিবকে নিয়েছে বরিশাল। এছাড়া লঙ্কান স্পিনার হাসারাঙারর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ