ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

অবিশ্বাস্য ব্যাটিং: ‘১৭৬’ করে থামলেন মিঠুন, মিজানুরের ব্যাটে ‘১৬২’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৩ ১৮:১৫:০৩
অবিশ্বাস্য ব্যাটিং: ‘১৭৬’ করে থামলেন মিঠুন, মিজানুরের ব্যাটে ‘১৬২’

চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চলকে ২১৯ রানে অলআউট করে ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম দিন শেষ করেছিল বিনা উইকেটে ৬১ রান নিয়ে। দ্বিতীয় দিন উদ্বোধনী জুটি আরও ভয়ংকর হয়ে ওঠে।

প্রথম উইকেটে মিঠুন ও মিজানুর গড়েন ৩২৭ রানের পার্টনারশিপ। জুটি ভাঙে মিজানুর বিদায় নিলে। তবে তার আগে ২৪৩ বলের মোকাবেলায় ২১টি চার ও ৩টি ছক্কায় ১৬২ রান করেন ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পারফর্মার।

মিজানুরের বিদায়ের খানিক পর বিদায় নিতে হয় আসরের প্রথম শতক হাঁকানো মিঠুনকেও। আউট হওয়ার আগে দেড়শর মাইলফলক ছুঁয়ে মিঠুন দিচ্ছিলেন ডাবল সেঞ্চুরির ইঙ্গিত। ২৫৭ বলে ২১টি চার ও ৩টি ছক্কায় ১৭৬ রান করে থামেন তিনি। মিজানুরকে নাঈম ইসলাম ও মিঠুনকে নোমান চৌধুরী সাজঘরে ফেরান।

তাদের বিদায়ের পর দিন দেখেশুনে পার করেছেন সৌম্য সরকার ও সালমান হোসেন ইমন। ইমন ৫৪ বলে ৪০ ও সৌম্য ৬৫ বলে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন। ১০৩ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে উত্তরাঞ্চলের সংগ্রহ ৪৩০ রান। দলটির লিড ২১১ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস : ওয়ালটন মধ্যাঞ্চল

বিসিবি উত্তরাঞ্চল : ২১৯/১০ (৬৫.১ ওভার)

ইমন ৪৬, মার্শাল ৩৫

রবিউল ৩৭/৩, শুভাগত ২১/২

ওয়ালটন মধ্যাঞ্চল : ৪৩০/২ (১০৩ ওভার)

মিঠুন ১৭৬, মিজানুর ১৬২, সালমান ৪০*, সৌম্য ৩৯*

নাঈম ৩৩/১, নোমান ৬৫/১

মধ্যাঞ্চলের লিড ২১১ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ