ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বিপিএলে ৬ দলের ৬ আইকনের ঠিকানা চূড়ান্ত, দেখেনিন কে কোন দলে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৪ ১০:৪৬:৩২
বিপিএলে ৬ দলের ৬ আইকনের ঠিকানা চূড়ান্ত, দেখেনিন কে কোন দলে

বিপিএলের এবারের আসরে যে ছয় দল খেলবেঃ

১. ফরচুন গ্রুপের ফরচুন বরিশাল

২. প্রগতি গ্রুপের সিলেট সিক্সার্স

৩. রুপা ও মার্ন গ্রুপের ঢাকা

৪. আকতার গ্রুপের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

৫. মাইন্ড ট্রি গ্রুপের খুলনা (সম্ভাব্য নাম – খুলনা টাইগারস)

৬. নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ানস

প্লেয়ার্স ড্রাফটের আগে থেকেই সবগুলো দল তাদের আইকন ক্রিকেটারও প্রায় চূড়ান্ত করে রেখেছে। যেমনটা এখন পর্যন্ত বিভিন্ন সুত্রের খবর মাইন্ড ট্রি খুলনার সাথে চুক্তি হয়েছে মুশফিকুর রহিম। ফরচুন বরিশালে আইকন ক্রিকেটারের ভূমিকায় থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স আইকন ক্রিকেটার হিসেবে রেখেছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ওপেনার তামিম ইকবালকে।

ঢাকার সাথে মাশরাফির চুক্তিটাও সম্পন্ন হওয়া এখন সময়ের দাবী মাত্র। সিলেট সবথেকে বেশি আলোচনা করছে মুস্তাফিজুর রহমান এর সাথে। সেই হিসাবে চট্টগ্রামেই আছেন গেলবারের একইদলে খেলা মাহমুদউল্লাহ্ রিয়াদ।

৬ দলের ৬ আইকন তালিকাঃ

১. বরিশাল দলে সাকিব আল হাসান

২. সিলেট সিক্সার্স দলে মুস্তাফিজুর রহমান

৩. ঢাকায় মাশরাফি বিন মর্তুজা

৪. আকতার গ্রুপের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে মাহমুদউল্লাহ্ রিয়াদ

৫. (সম্ভাব্য নাম – খুলনা টাইগারস) দলে খেলবেন মুশফিকুর রহিম

৬. কুমিল্লা ভিক্টোরিয়ানস দলে তামিম ইকবাল

ক্যাটাগরি ঠিক করেছে বিসিবি যেখানে ‘এ’ ক্যাটাগরিতে দেশী প্লেয়ারদের পারিশ্রমিক বাড়িয়ে করা হয়েছে ৭০ লাখ। এভাবে মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করে নির্ধারণ করা হয়েছে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকে সর্বনিম্ন ৫ লাখ টাকা পাবেন একজন ক্রিকেটার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ