ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কোহলিকে লঙ্কান প্রিমিয়ার লিগে দেখতে চান রাজাপাকসে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৪ ১৭:১৮:০২
কোহলিকে লঙ্কান প্রিমিয়ার লিগে দেখতে চান রাজাপাকসে

এবারের আসরের শুরু থেকেই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সম্প্রতি এক আলাপচারিচায় কোহলিকে এলপিএলে দেখার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অধিনায়কত্ব তাকে আক্রমণাত্মক ব্যাটার হতে কতটা সাহায্য করছে এই বিষয়েও খোলাসা করেছেন তিনি।

রাজাপাকশেকে জিজ্ঞেস করা হয়েছিল তার পছন্দের ভারতীয় ক্রিকেটার কে? উত্তরে এই লঙ্কান ব্যাটার বলেন, 'কোনো সন্দেহ ছাড়াই বলবো বিরাট কোহলি।' সেই সঙ্গে কোন ভারতীয় ক্রিকেটারকে এলপিএলে দেখতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অবশ্যই বিরাট কোহলি।'

এবারের এলপিএলে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়ে রাজাপাকসে বলেন, 'একটি দলকে নেতৃত্ব দেয়া সবসময়ই চমৎকার ব্যাপার। আমি এটার সুযোগ পেয়েছি কারণ শহীদ আফ্রিদি ব্যক্তিগত কারণে মাঝ পথে চলে গিয়েছিলেন। ছেলেদের সঙ্গে আমার দারুণ সময় কেটেছে এবং আমি এ বছর শিরোপা জিততে চাই।'

অধিনায়ক হিসেবে বেশ আক্রমণাত্মক রাজাপাকসে। এর প্রতিফলন দেখা গেছে এলপিএলে। এই লঙ্কান ব্যাটার জানিয়েছেন, তিনি ম্যাচ জয়ের মানসিকতায় থাকেন সবসময়। কোনো পরিস্থিতিতেই ১০-১৫ রানে ম্যাচ হারতে চান না তিনি।

রাজাপাকসে বলেন, 'অনেকদিন ধরে আমি দলকে নেতৃত্ব দিচ্ছি এবং এটা সবসময়ই আমার ব্যাটিংয়ে ইতিবাচক প্রভাব ফেলে। অধিনায়ক হিসেবে আমি সবসময় আক্রমণাত্মক থাকি। আমি কোনো সময়ই ১০-১৫ রানে ম্যাচ হারতে চাই না। অধিনায়কত্ব আমার ব্যাটিংকে আরও আক্রমণাত্মক করে তুলেছে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ