ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

পুরো আসরেই বিপিএল মতাবেন মঈন, ডু প্লেসি ও নারাইন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৪ ২২:১০:১৪
পুরো আসরেই বিপিএল মতাবেন মঈন, ডু প্লেসি ও নারাইন

ইতিপূর্বে বিপিএলে খেলা মঈন ও নারাইন এবার খেলবেন কুমিল্লার হয়ে। বিপিএলে ফেরা দুইবারের চ্যাম্পিয়নরা দলে ভিড়িয়েছে ডু প্লেসিকেও, যিনি এর আগে কখনই বিপিএলে খেলেননি।

অতীতে বিদেশি ক্রিকেটারদের পুরো আসরে না খেলার নজির ছিল। তবে মঈন, ডু প্লেসি ও নারাইন অষ্টম বিপিএলের পুরো আসরেই খেলবেন। বিডিক্রিকটাইমকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল জানিয়েছেন, তিন বিদেশি ক্রিকেটারই সবগুলো ম্যাচ খেলার জন্য আসছেন।

নাফিসা বলেন, ‘ডু প্লেসি এবারই প্রথম বিপিএল খেলবে। আইপিএলে ও অনেক বড় এক নাম। এজন্য ওকে আনা। আমরা সবসময় নতুন নতুন বিদেশি আনতে চাই। জস বাটলার হোক, স্টিভ স্মিথ হোক, ডু প্লেসি হোক- আমরা বড় বড় নামগুলোকে প্রথম এনেছি। যতদিন বিপিএলে আছি এটা করতে থাকব।’

বিপিএলের সাথে একই সময়ে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ। তবে কুমিল্লার তিন বিদেশি ক্রিকেটার শুধু বিপিএলকেই বেছে নিয়েছেন।

নাফিসা বলেন, ‘মঈন, ডু প্লেসি ও নারাইন তিনজনই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, পুরো আসর খেলবে। কোয়ারেন্টিন শুরুর ৪-৫ দিন আগে নিয়ে আসব।’

এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার হিসেবে থাকবেন তামিম ইকবাল। কোচের ভূমিকায় থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ