ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

৬ বলের ব্যাটিং ঝড়ে আল-আমিনদের উড়িয়ে দিল প্রসন্ন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৪ ২২:৫৬:৩১
৬ বলের ব্যাটিং ঝড়ে আল-আমিনদের উড়িয়ে দিল প্রসন্ন

ষষ্ঠ ম্যাচে এটি ক্যান্ডির পঞ্চম পরাজয়। কলম্বোয় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান জড়ো করে ক্যান্ডি। ৪৪ বলের মোকাবেলায় সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার কেনার লুইস। আরেক ওপেনার চারিথ আসালাঙ্কা ১৮ বলে ২৮ রান করেন।

দুজনে মিলে উদ্বোধনী জুটিতে ৭৭ রান এনে দেন মাত্র ৮ ওভারে। এরপর বাকিরা চরম ব্যর্থতার পরিচয় দিলে জেতার মত রান পায়নি ক্যান্ডি। দুশমন্থ চামিরা একাই শিকার করেন চারটি উইকেট।

তবে ক্যান্ডির বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রায় জয় এনে দিয়েছিলেন। তবে দ্বিতীয় জয়ের স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে যায় সেক্কুগে প্রসন্নর তাণ্ডবে। ৫ উইকেটের পতনের পর প্রসন্ন যখন ক্রিজে এসেছেন ১৩ বলে তখন কলম্বোর প্রয়োজন ৩৭ রান।

ক্রিজে এসেই সাচিন্দু কলম্বেজকে ছক্কা হাঁকান প্রসন্ন। পরের ওভারের শেষ ২ বলে নেন আরও ৮ রান, শেরফানে রাদারফোর্ড ও অতিরিক্ত খাতের কল্যাণে যে ওভারে ১৫ রান পায় কলম্বো। লাহিরু কুমারার করা শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান।

'৬' বলে '৩২' রান নিয়ে আল-আমিনদের হারালেন প্রসন্ন

প্রথম বলে লেগ বাই থেকে প্রান্ত বদল করেন প্রসন্ন ও রাদারফোর্ড। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে প্রসন্ন অবিশ্বাস্য এক জয় এনে দেন কলম্বোকে। এতে ২ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। স্বভাবতই ম্যাচসেরা হয়েছেন প্রসন্ন। ষষ্ঠ ম্যাচে এটি কলম্বোর তৃতীয় জয়।

সংক্ষিপ্ত স্কোর

টস : কলম্বো স্টার্স

ক্যান্ডি ওয়ারিয়র্স : ১৪৬/৯ (২০ ওভার)লুইস ৬২, আসালাঙ্কা ২৮চামিরা ৩৫/৪, ধনঞ্জয়া ৪/১

কলম্বো স্টার্স : ১৫০/৫ (১৯.৪ ওভার)চান্দিমাল ৪৪, প্রসন্ন ৩২*বিমুক্তি ১১/২, আসালাঙ্কা ১৪/১

ফল : কলম্বো স্টার্স ৫ উইকেটে জয়ী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ