ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

তিন নারী ক্রিকেটারের অবস্থা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৫ ১৪:৩৬:১১
তিন নারী ক্রিকেটারের অবস্থা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আজ বুধবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মুজিব শতবর্ষ উপলক্ষে নন রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এই কথা জানান তিনি। তিন নারী ক্রিকেটারের মাঝে দু’জন ওমিক্রন-এ আক্রান্ত। অন্য জন ডেল্টা ধরনে আক্রান্ত।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিলেন নারী ক্রিকেটাররা। হঠাৎ করে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার কারণে মাঝপথে বাছাইপর্ব স্থগিত হয়ে যাওয়ায় কয়েকটি দেশ ঘুরে গত ৩০ নভেম্বর দেশে ফেরেন তারা।

দেশে ফিরে আইসোলেশনেই ছিলেন নারী ক্রিকেটাররা। এরপর গত ৫ ডিসেম্বর দলের দুই ক্রিকেটারের শরীরে করোনা ধরা পড়ে। তবে বিষয়টি জানা যায় ৬ ডিসেম্বর। এমতাবস্থায় তাদের ভাইরাসের ধরন আবারো পরীক্ষা করা হয়। গত ১১ ডিসেম্বর তাদের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ