ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মুক্তিযুদ্ধ না হলে মাশরাফি, আশরাফুল, সাকিবদের পেতাম না : আকরাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৬ ২০:২৮:৪৫
মুক্তিযুদ্ধ না হলে মাশরাফি, আশরাফুল, সাকিবদের পেতাম না : আকরাম

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের ৫০ বছরে মিরপুরে আয়োজিত হয় বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন আকরাম।

তিনি বলেন, ‘সত্যি বললে ক্রিকেটে আমরা অনেক অর্জন করেছি। বিশ্বে বাংলাদেশকে ভালো ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে চিনে। এটা আমাদের জন্য অনেক কিছু।’

মহান মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের কারণেই ক্রিকেটসহ সব ক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে বাংলাদেশ। দেশের ক্রিকেটের কিংবদন্তি আকরাম তাই বীরদের অবদান তুলে ধরলেন গর্বের সাথে।

তিনি বলেন, ‘যাঁদের কারণে দেশ স্বাধীন হয়েছে তাদের আবারও স্মরণ করছি। তাঁরা না থাকলে মাশরাফি, আশরাফুল, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মুস্তাফিজ ওদের মত ভালো খেলোয়াড় পেতাম না। ক্রিকেটে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। যেভাবে আশা ছিল সেভাবে এগোতে না পারলেও আগের চেয়ে ভালো অবস্থায় আছে। আমার বিশ্বাস ভবিষ্যতে আরও ভালো হবে।’

বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা ভালো না গেলেও আকরামের বিশ্বাস, দল শীঘ্রই ঘুরে দাঁড়াবে। একইসাথে ক্রিকেটকে প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে এখনই উদ্যোগ গ্রহণ করা উচিৎ বলেও অভিমত ব্যক্ত করেছেন তিনি।

আকরাম বলেন, ‘এখনই সঠিক সময়। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সময়ে জেলা পর্যায়ে কোনো খেলোয়াড় ভালো করলে খবর পেতাম না। এখন সেই সুযোগ দিয়েছি, প্রত্যেক জেলায় কোচ-নির্বাচক আছে। ইনশাআল্লাহ বাংলাদেশ দল আরও ভালো হবে। আমাদের বয়স অন্য দেশের তুলনায় কম। সেই তুলনায় ঠিক আছে।’

‘গত দুই বছর করোনার জন্য যতটা পিছিয়ে পড়েছি, অন্য দেশ এত ক্ষতিগ্রস্ত হয়নি। ইনশাআল্লাহ্‌ আমরা এখান থেকে ঘুরে দাঁড়াব এটা আমার বিশ্বাস।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ