ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

অবিশ্বাস্য কারনে বন্ধ অনুশীলন, আবারও কোয়ারেন্টিনে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৭ ১৫:২৮:২০
অবিশ্বাস্য কারনে বন্ধ অনুশীলন, আবারও কোয়ারেন্টিনে বাংলাদেশ

নিউজিল্যান্ড থেকে দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, অনিবার্য কারণে নিউজিল্যান্ডের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে নিউজিল্যান্ডে প্রথম ৭ দিন কঠোর রুম কোয়ারেন্টিন করার কথা ছিল বাংলাদেশ দলের। সেক্ষেত্রে ৭ দিন পর অনুশীলনের পাশাপাশি কোয়ারেন্টিন পালন করতে হত।

কিন্তু অনুশীলনের অনুমতি দেওয়ার পর হুট করে আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ক্রিকেটারদের। নাফিস বলেন, ‘আমাদের অনুশীলন কয়েকদিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। অনিবার্য কিছু কারণে সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এই নির্দেশনা এসেছে। আমাদের আরেকটি কোভিড টেস্ট বাকি রয়েছে। তিনটা টেস্ট করেছি। কোয়ারেন্টিনের ৯ম দিনে আরেকটি পরীক্ষায় সবাই নেগেটিভ এলে আমরা ছাড়পত্র পাব।’

নাফিসের দাবি, ১০ দিন কোয়ারেন্টিনের নিয়ম ছিল আগে থেকেই। তবে প্রথম ৭ দিন ছিল এমআইকিউয়ের অধীনে। তার ভাষায়, ‘আগে থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম ছিল। সফরে আসার আগে আলোচনার মাধ্যমে ৭ দিন করা হয়। এটাও আসলে ১০ দিনের। ৭ দিন এমআইকিউয়ের অধীনে, বাকি ৩ দিন অনুশীলন করলেও হোটেলে ফিরে আইসোলেশনে থাকতে হত। এখন এই ৩ দিনও হয়ত এমআইকিউয়ের অধীনেই থাকতে হবে। গতকাল আমরা অনুশীলনের অনুমতি পেয়েছিলাম। আজ কোনো অনিবার্য কারণে সরকারের দিক থেকে নিষেধ করা হয়েছে।’

নিউজিল্যান্ড সফরে যাওয়ার সময় দলের কয়েকজন সদস্যের কাছাকাছি ছিলেন এক করোনা পজিটিভ যাত্রী। এই তথ্য পাওয়ার পর নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বাড়তি সতর্কতা অবলম্বন করে। ইতোমধ্যে সেই ৯ সদস্যের একজন স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। যদিও বাকিরা সর্বশেষ করোনা পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছেন।

হেরাথের বিষয়ে নাফিস বলেন, ‘হেরাথ ভালো আছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের টিম নিয়মিত যোগাযোগ করছে। সুজন ভাই আছেন, আমি আছি। আশা করছি শীঘ্রই তাকে আমাদের সাথে পাব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ