ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সাকিবের দলে প্রথমবার বিপিএল খেলবেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৮ ১০:৩৮:৫৯
সাকিবের দলে প্রথমবার বিপিএল খেলবেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের অষ্টম পর্ব। গতবছর করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠিত হতে পারেনি বিপিএল। যার কারণে দেশি ক্রিকেটারদের নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।

গত আসরে ওই টুর্ণামেন্টে বরিশালের ফ্র্যাঞ্চাইজি ছিল ফরচুন গ্রুপ। এবার বিপিএলে তাদেরকে দেখা যাবে। ইতিমধ্যেই বিপিএলের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে তারা।

বিপিএলের এবারের আসরে ফরচুনের বরিশালের নেতৃত্বে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলটির কোচের ভূমিকায় দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে। অনেক আগেই বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের সাথে চুক্তি সম্পন্ন করেছে ফরচুন গ্রুপ।

তবে জানা গেছে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সাথে চুক্তি প্রায় সম্পন্ন করে ফেলেছে ফরচুন বরিশাল। এছাড়াও বিপিএলের বরিশালে জার্সিতে দেখা যাবে ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস। সর্বশেষ বিপিএল সপ্তম আসরে রাজশাহীকে চ্যাম্পিয়ন করেছিলেন অন্দ্রে রাসেল।

ওই সময় রাজশাহীর অধিনায়ক ছিলেন তিনি। অন্যদিকে প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন স্যাম বিলিংস। জাতীয় দলে ভালো পারফর্মেন্স করতে না পারলেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত খেলেন স্যাম বিলিংস। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯৭ ম্যাচে ৩৭৬১ রান সংগ্রহ করেছেন তিনি। রয়েছে বাইশটি হাফসেঞ্চুরি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ