ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বিরাট ইস্যুতে সৌরভকেই এর সমাধান করতে হবে: মদন লাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৮ ১১:৪৮:৫৬
বিরাট ইস্যুতে সৌরভকেই এর সমাধান করতে হবে: মদন লাল

সাম্প্রতিক অবস্থা ভালো নেই ভারতের ক্রিকেটে। আচমকা ওয়ানডে সংস্করণের নেতৃত্ব কেড়ে নেয়া হয় কোহলির কাছ থেকে। আর তা হস্তান্তর করা হয় রোহিত শর্মাকে। এরপর সৌরভ গাঙ্গুলি দাবি করেছিলেন, কোহলিকে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়তে অনুরোধ করেছিলেন তারা।

যুক্তি হিসেবে সৌরভ জানান, সাদা বলের দুই সংস্করণে দুই অধিনায়ক রাখা সম্ভব নয় বলেই কোহলিকে এমনটা বলেছিলেন তারা। এরপর কোহলি বলেন উল্টো কথা।

১৫ ডিসেম্বর (বুধবার) সকালে কোহলি দাবি করেন, এমন কোনোকিছুই তাকে বলেনি কেউ। কোহলির বক্তব্যের কয়েক ঘণ্টা পরই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) এক মুখপাত্র জানান, কোহলিকে নেতৃত্ব না ছাড়তে অনুরোধ করেছিলেন তারা! সৌরভ তার পরে জানান, এই বিষয়ে কোনো মন্তব্যই করতে পারবেন না তিনি।

এসব সমস্যার সঠিক সমাধান চান সাবেক ক্রিকেটার মদন লাল, 'সৌরভকেই এর সমাধান করতে হবে। বোর্ড সভাপতি অবশ্যই বোর্ড সভাপতির জায়গায়। তবে হ্যাঁ, ভারতের অধিনায়কও খুব বড় একটা বিষয়। কিন্তু জনসম্মুখে একে অপরকে বাজে বলা কখনোই ভালো কিছু নয়। এটা সৌরভের ক্ষেত্রেও যা, কোহলির ক্ষেত্রেও তা।'

'এসব সমস্যাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা উচিত। দেশের কথা প্রথমেই ভাবা উচিত। ভুল কোথায় ছিল সেটা এমনিতেই জানা যাবে। কিন্তু জনসম্মুখে এখন এসব বলে বেড়ানো ঠিক নয়। আমি এমন সফরের আগে দলকে বিতর্কিত অবস্থায় দেখতে চাই না।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ