ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

শ্রাবন্তীর ‘কোকা কোলা’ খাননি রোনালদো, নেট দুনিয়ায় ভিডিও ভাইরাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৮ ২১:০০:১৩
শ্রাবন্তীর ‘কোকা কোলা’ খাননি রোনালদো, নেট দুনিয়ায় ভিডিও ভাইরাল

এই ঘটনায় শেয়ারবাজারে ক্ষতির মুখোমুখি হয়েছিল কোকা কোলা। মাত্র আধ ঘণ্টার ব্যবধানে কোকা কোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে গিয়েছিল। ওই ঘটনাটি টেনেই টালিউডের তারকা অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে রোনালদোর নাম জুড়ে দিয়েছিলেন এক নেটাগরিক।

এখন প্রশ্ন আসতে পারে রোনালদোর পানীয়ের বোতল সরানোর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক কী? কানেকশনটা হলো ২০১১ সালে শ্রাবন্তী ও সোহম জুটির ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবিটি বেশ জনপ্রিয়তা পায়। সেই ছবির গান ‘কোকা কোলা’ও পেয়েছিল শ্রোতাপ্রিয়তা। সেখানে সোহম ও শ্রাবন্তীকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যায়।

এবার ওই ব্যক্তি প্রযুক্তির সাহায্যে সোহমের পরিবর্তে রোনালদোকে বসিয়ে দিয়েছিলেন। তার সঙ্গে গানের দু’টি পংক্তি জুড়ে দেন। নেটাগরিকের মিমে দেখা যায় রোনালদো হেসে হেসে শ্রাবন্তীকে বলছেন ‘যতই বলো আমায় বোকা ভোলা আরে বোকা ভোলা, খাবো না তোর আমি কোকা কোলা’। মিমটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ