ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

এবার করে দেখাবো ইনশাআল্লাহ্‌: শরিফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৯ ১৬:৫৪:২৭
এবার করে দেখাবো ইনশাআল্লাহ্‌: শরিফুল

২০০১ সাল থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। উল্টো মিলেছে একের পর এক বিব্রতকর ফলাফল। সবশেষ সফরেই যেমন শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৯.৪ ওভারে অলআউট হয়েছিল বাংলাদেশ।

এবার নতুন আরেক সফরে তাসমান পাড়ের দেশটিতে গিয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ খেলবে তারা। মাউন্ট মঙ্গানুইয়ে যা শুরু হবে ২০২২ সালের প্রথম দিন থেকে। দলের তরুণ পেসার শরিফুল ইসলামের আশা, এবার বদলাবে ইতিহাস।

করোনাবিধির কারণে তিনদিন বেড়েছে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন। মঙ্গলবার পর্যন্ত রুম কোয়ারেন্টাইনেই থাকতে হবে তাদের। এরপর নেগেটিভ আসা সাপেক্ষে মিলবে অনুশীলন ও অন্যান্য কাজের সুযোগ। তবে এখন সামাজিক দূরত্ব বজায় রেখে দেখাসাক্ষাতের সুযোগ রাখা হয়েছে।

বিসিবি কর্তৃক পাঠানো ভিডিওবার্তায় শরিফুল বলেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে। প্রতিদিন সময় করে নিচে এসে দুই-তিনবার দেখা, সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। ভালো লাগে একজন আরেকজনের চেহারা দেখলে। এবার ভালো কিছুর প্রত্যাশা করছি সবাই, এবার করে দেখাবো ইনশাআল্লাহ্‌।’

তিনি আরও যোগ করেন, ‘আলহামদুলিল্লাহ্‌ আমাদের অনেক ভালো লাগছে। আজ আমাদের একটি কোভিড টেস্ট নিয়েছে, এটা যদি আমাদের নেগেটিভ আসে তাহলে আগামীকালের পরের দিন (মঙ্গলবার) আমরা অনুশীলনে যাবো। এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। আমরা অনেকদিন ধরে কাজ করছি না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ