ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

তামিম-ইমনের না পারলেও শতক হাঁকালেন নাঈম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৯ ১৮:০৩:১৩
তামিম-ইমনের না পারলেও শতক হাঁকালেন নাঈম

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে উত্তরাঞ্চল। ম্যাচের শুরুতেই হাসি ফোটে দক্ষিণাঞ্চলের মুখে। উত্তরাঞ্চলের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে শিকার করেন দক্ষিণাঞ্চলের স্পিনার নাহিদুল ইসলাম। তামিম ও ইমন উভয়েই ০ রানে সাজঘরে ফিরে যান। ৭ রানে ২ উইকেট হারায় উত্তরাঞ্চল।

অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিকও বিদায় নেন দলীয় ২৪ রানের মাথায়। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নাসুম আহমেদ। ৩৯ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন জুনায়েদ। শুরুর এই ধাক্কা সামাল দেন নাঈম ও অধিনায়ক মার্শাল আইয়ুব। তারা গড়েন ৯০ রানের জুটি। আইয়ুবকে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন শেখ মেহেদী হাসান। ৭৩ বলে ৪৭ রান করেন উত্তরাঞ্চলের অধিনায়ক।

চতুর্থ উইকেটে ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছেন নাঈম ও অঙ্কন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৮তম শতক হাঁকিয়েছেন নাঈম। দিন শেষে ২৯৭ বলে ১২৬ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটার। নাঈমের ইনিংসটিতে আছে ১৪টি চার ও একটি ছক্কা। অপরপ্রান্তে ১৩৪ বলে ৫৩ রানে অপরাজিত আছেন অঙ্কন। তার ধৈর্যশীল ইনিংসে আছে চারটি চার।

চট্টগ্রামে প্রথম দিনে খেলা হয়েছে ৯২ ওভার। দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ২৪৬ রান। দক্ষিণাঞ্চলের পক্ষে নাহিদুল দুইটি, নাসুম ও মেহেদী একটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি উত্তরাঞ্চল ২৪৬/৪ (৯২ ওভার)

নাঈম ১২৬*, অঙ্কন ৫৩*, আইয়ুব ৪৭;

নাহিদুল ২/৩১, মেহেদী ১/৪৭, নাসুম ১/৭২।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ