ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

অবসর নিয়ে যে সিদ্ধান্ত নিলেন তারকা ক্রিকেটার ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৯ ১৮:২৬:২২
অবসর নিয়ে যে সিদ্ধান্ত নিলেন তারকা ক্রিকেটার ইমরুল

সম্প্রতি আলাপকালে ইমরুল জানান, এখনও তার সাথে দেখা হলে সমর্থকরা জানতে চান, কেন তিনি নেই জাতীয় দলে। সমর্থকদের এই ভালোবাসা মুগ্ধ করে ইমরুলকে।

তিনি বলেন, ‘দেখা হলেই মানুষ প্রশ্ন করে- আপনি কেন নেই? এই প্রশ্নটাই বেশি করে। বা, আপনি কেন নেই, কবে ফিরবেন। ভালো লাগে! দুই বছর হল জাতীয় দলের বাইরে আছি। মানুষ এখনও মনে রেখেছে। হয়ত জাতীয় দলের জন্য কিছু করতে পেরেছি এজন্য মানুষ এখনও ভালোবাসে।’

ইমরুল বিশ্বাস করে, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলে যে কারও জন্য খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। তবে সেক্ষেত্রে তরুণদের চেয়ে সিনিয়র ক্রিকেটাররা একটু পিছিয়ে আছেন, তা মানছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘চেষ্টা করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। আমিও জাতীয় দলকে মিস করি। জাতীয় দলে খেলে ভালোভাবে বিদায় নিতে চাই।’

ইমরুল আরও বলেন, ‘পারফর্ম করলে সুযোগ অবশ্যই আসবে। তরুণদের সুযোগ বেশি থাকে। আমরা যারা অনেকদিন ধরে খেলছি তাদের চ্যালেঞ্জ বেশি। জাতীয় দলে খেলার লক্ষ্য তো সবসময়ই থাকে। কিন্তু ভালো খেলতে হবে। কোথায় খেলছি না খেলছি এটা পরের ব্যাপার।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ