ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মাত্র ৬ উইকেট নিতে পারলেই ইতিহাস গড়বে ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৯ ১৮:৫৫:৪৩
মাত্র ৬ উইকেট নিতে পারলেই ইতিহাস গড়বে ইংল্যান্ড

অ্যাডিলেইডে ইতিহাস গড়ার এই মিশনে অবশ্য এরই মধ্যে বেশ পিছিয়ে পড়েছে সফরকারীরা। তারা চতুর্থ দিনের খেলা শেষ করেছে ৪ উইকেট হারিয়ে। ফলে শেষ দিনে মাত্র ৬ উইকেট নেওয়ার সহজ লক্ষ্য অস্ট্রেলিয়ার সামনে। আর ইতিহাস গড়তে ইংল্যান্ডকে করতে হবে আরও ৩৮৬ রান।

রোববারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৮২ রান। দিনের একদম শেষ বলে সাজঘরে ফিরেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এর আগে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৩০ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা দেয়। ফলে প্রথম ইনিংসের ২৩৭ রানের লিডসহ ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬৮ রান।

১ উইকেটে ৪৫ রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দলীয় ৫৫ রানেই সাজঘরে ফিরে যান মাইকেল নেসার (৩), মার্কাস হ্যারিস (২৩) ও স্টিভেন স্মিথ (৬)। পঞ্চম উইকেটে ৮৯ রান যোগ করেন বিপর্যয় সামাল দেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন।

আগের ইনিংসে সেঞ্চুরি করা লাবুশেনের ব্যাট থেকে এবার আসে ৫১ রানের ইনিংস। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান হেডও আউট হন ৫১ রান করে। শেষ দিকে ক্যামেরন গ্রিন ৪৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে দুইটি করে উইকেট নেন অলি রবিনসন, জো রুট ও ডেভিড মালান।

এরপর ৪৬৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান ইংল্যান্ডের ডানহাতি ওপেনার হাসিব হামিদ। এরপর আশা জাগিয়েও বড় কিছু করতে ব্যর্থ হন ররি বার্নস (৩৪), ডেভিড মালান (২০) ও জো রুট (২৪)। বেন স্টোকস ৪০ বল খেলে ৩ রানে অপরাজিত রয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ