ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সাকিবকে তার মেয়ে মামা ডাকে বললেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২০ ১৬:৪৪:৪৬
সাকিবকে তার মেয়ে মামা ডাকে বললেন সাকিব

তা বলতে গিয়ে কষ্টের ডালা খুলে বসেন সাকিব।এরই মধ্যে অন্যরকম এক তথ্য দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জানান, তার মেজো মেয়ে মনে করে তার বাবা টিভিতে থাকেন। বাবাকে এখনও চিনতে পারেনি সে। তাই ভুলে মামা ডাকে বাবাকে (সাকিব)।

বায়োবাবলে থেকে দীর্ঘসময় পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকা যে কতটা মানসিক চাপের সে কথাই বোঝাতে চাইলেন সাকিব।বললেন, ‘আমার বাকি দুই সন্তানতো খুব ছোট। ছোট দুইজন অনেক দিন থেকেই দেখছে আমি অন অ্যান্ড অফ, অন অ্যান্ড অফ। যেমন আমি যাওয়ার পর আমার মেজো মেয়ে আমাকে ডাকছে ‘মামা’ ‘মামা’ করে।

আপনি চিন্তা করেন, বাপকে যদি মামা-মামা বলে ডাকে তো কেমন লাগে! ও দেখেছে ওর বাপ টিভিতে, ভেবেছে ওর বাপ টিভিতেই আছে। যে আসছে, সে আরেকটা মামা। আসার তিন দিন আগে থেকে বাবা-বাবা ডাকা শুরু হয়েছে, কিন্তু আমি চলে আসলাম। আবার যখন যাব; তখন চাচা, মামা, খালুও ডাকতে পারে। মানুষ ওগুলো অত বুঝবে না, যতক্ষণ না সে আমার জায়গায় আসবে। এ কারণে কে কী বলল, এটা নিয়ে আমি ভাবি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ