ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মেসি-নেইমার নয়, বর্তমানের বিশ্বসেরা ফুটবলার নাম ঘোষণা করলেন লিওনার্দো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২১ ১৩:৫৪:২৮
মেসি-নেইমার নয়, বর্তমানের বিশ্বসেরা ফুটবলার নাম ঘোষণা করলেন লিওনার্দো

অনেকেই আবার মনে করছে ভিন্ন কথা। এমবাপে পিএসজি ছাড়তে চাচ্ছে। সেজন্য তাকে রাখার জন্যই পিএসজি তাকে বারবার বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে দাবী করছে এমবাপ্পের মন রাখার জন্য। এমন কথাও নাঁকোচ করে দিয়েছেন তিনি।

লিওনার্দো বলেন, “মানুষ ভাবে যে আমরা হয়তো এমবাপেকে রাখতে চাই, সেজন্য তাকে বিশ্বের সেরা খেলোযাড় বলি যাতে আমাদের সঙ্গে চুক্তি করে। কিন্তু বিষয়টা তেমন নয়।”

“ক্লাব যা চায় এটা তার থেকেও বড়। সে বিশ্বের সেরা খেলোয়াড়। তার অবিশ্বাস্য পরিপক্কতা রয়েছে। অথচ তার বয়স মাত্র ২৩!”

রিয়াল মাদ্রিদে এমবাপের যেতে চাওয়া নিয়ে তিনি বলেন, “এটা কঠিন পরিস্থিতি। কারণ আমরা চাই তাকে রাখার জন্য সারা জীবন। কিন্তু আমরা তার সিদ্ধান্তকেও সম্মান করি। তবে আমি মনেকরি এখনও ভালো সুযোগ আছে নতুন চুক্তির।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ